Oppo A16k বাজেট রেঞ্জে পাওয়ারফুল ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

ওপ্পো তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo A16-এর একটি নয়া ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এসেছে। নতুন লঞ্চ হওয়া সেই স্মার্টফোনটির নাম Oppo A16K। অপ্টিমাইজড নাইট চার্জিং, 3D স্লিম…

ওপ্পো তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo A16-এর একটি নয়া ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এসেছে। নতুন লঞ্চ হওয়া সেই স্মার্টফোনটির নাম Oppo A16K। অপ্টিমাইজড নাইট চার্জিং, 3D স্লিম ডিজাইন, সিস্টেম বুস্টার, বড় Eye Care স্ক্রিন, ডিভাইসটির ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ও ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। আসুন Oppo A16K ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A16K: দাম ও লভ্যতা

ওপ্পো এ১৬কে ফোনের দাম শুরু হয়েছে ৬,৯৯৯ ফিলিপিনো পেসো থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৩০০ টাকা। এই ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, হোয়াইট ও ব্লু। ওপ্পো-র নতুন ফোনটি খুব শীঘ্রই ভারতেও লঞ্চ করা হবে বলে আশা করা যায়।

Oppo A16K স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ১৬কে ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৫২ ইঞ্চি। এর এসপেক্ট রেশিও ২০:৯ এবং রেজোলিউশন এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল)। এই ফোনে মিডিয়াটেকের হেলিও জি৩৫ প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে রয়েছে ৩ জিবি / ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি / ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে Oppo A16K স্মার্টফোনে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম ইন্টারফেসে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A16K ফোনে দেওয়া হয়েছে ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫মিমি হেডফোন জ্যাক।