Oppo A1x: সাধ্যের মধ্যে ছিমছাম 5G ফোন লঞ্চ করল ওপ্পো, স্পেসিফিকেশন-দাম জেনে নিন

ওপ্পো চীনে একটি নতুন সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Oppo A1x। এটির দাম চীনের বাজারে ১,৪০০ ইউয়ান (প্রায় ১৬,৭১০ টাকা)-এরও কম, কিন্তু ফোনটি একই দামে উপলব্ধ রেডমি (Redmi) বা রিয়েলমি (Realme)-এর মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের হ্যান্ডসেটগুলির মতো ততটাও উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্য অফার করে না। Oppo A1x-এ রয়েছে সাধারণ এইচডি+ এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 700 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং স্ট্যান্ডার্ড ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে এই নবাগত ওপ্পো ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A1x-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওপ্পো এ১এক্স-এ ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যায় এবং এর পিছনে দুটি ক্যামেরা সেন্সর ভিন্ন বৃত্তাকার মডিউলের মধ্যে অবস্থিত। ফোনটির সামনে একটি ডিউ ড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির এইচডি+ (১,৬১২ x ৭২০ পিক্সেল) এলইডি ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ১০০% এসআরজিবি (sRGB) কালার গ্যামট সাপোর্ট করে।

ডিভাইসটি সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত। ওপ্পো এ১এক্স অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo A1x-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সিস্টেম বর্তমান। আর সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

এছাড়াও Oppo A1x-এ একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, এই ওপ্পো হ্যান্ডসেটটিতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Oppo A1x-এর মূল্য ও লভ্যতা

চীনের মার্কেটে Oppo A1x-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৭০০ টাকা)। হ্যান্ডসেটটি উচ্চতর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনেও এসেছে, যার মূল্য ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,১০০ টাকা)। Oppo A1x-কে ব্ল্যাক এবং ব্লু কালার অপশনগুলিতে বেছে নেওয়া যাবে। তবে, এই ফোনটি ভারতের বাজারে আসবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।