সর্বোচ্চ ওয়াটারপ্রুফ রেটিং যুক্ত ফোন আনছে Oppo, জলে ডুবিয়ে রাখলেও খারাপ হবে না!

ওপ্পো আগামী 12 এপ্রিল চীনে তাদের A-সিরিজের অধীনে Oppo A3 Pro লঞ্চ করবে বলে জানিয়েছে। শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এটি প্রথম মেইনস্ট্রিম ব্র্যান্ডের স্মার্টফোন, যা…

ওপ্পো আগামী 12 এপ্রিল চীনে তাদের A-সিরিজের অধীনে Oppo A3 Pro লঞ্চ করবে বলে জানিয়েছে। শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এটি প্রথম মেইনস্ট্রিম ব্র্যান্ডের স্মার্টফোন, যা IP69 রেটিং অফার করবে। যা এই মুহূর্তে ধুলো এবং জল প্রতিরোধের জন্য প্রোটেকশন রেটিংয়ের সর্বোচ্চ লেভেল। লঞ্চের মাত্র দু’দিন আগে এখন Oppo A3 Pro-এর কিছু লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। এই নতুন ছবিগুলি শুধুমাত্র ফোনটিকে ভালোভাবে প্রদর্শনই করেনি, তার পাশাপাশি কিছু ফিচার্সও প্রকাশ করেছে।

সামনে এল Oppo A3 Pro-এর রিয়েল লাইফ ইমেজ

প্রকাশ্যে আসা লাইভ শটগুলি ওপ্পো এ3 প্রো-এর অ্যাজুর এবং ইউনজিন পিঙ্ক – এই দুই কালার অপশন প্রদর্শন করেছে। ছবিতে হ্যান্ডসেটটির সামনে এবং পিছনে কার্ভড এজেস দেখা যায়। 177 গ্রাম ওজনের পিঙ্ক কালার ভ্যারিয়েন্টটিতে লেদার ব্যাক রয়েছে, যেখানে অ্যাজুর গ্লাস সংস্করণটির ওজন 182 গ্রাম।

Oppo, Oppo A3 Pro, Oppo A3 Pro Battery, Oppo A3 Pro Camera, Oppo A3 Pro Processor, Oppo A3 Pro Specifications

জানিয়ে রাখি, প্রথম ছবিতে ফোনের ডিসপ্লেতে উল্লেখিত স্পেসিফিকেশন লিস্ট থেকে জানা যায় যে, এতে 6.7 ইঞ্চির স্ক্রিন এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং সহ বড় 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করবে। ওপ্পো এ3 প্রো-এর রিয়ার প্যানেলে অবস্থিত গোলাকার ক্যামেরা মডিউলটিতে একটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যাবে।

শোনা যাচ্ছে, Oppo A3 Pro চীনে দুটি অপশনে পাওয়া যাবে – 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। উভয় ভ্যারিয়েন্টই 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম অফার করবে। আবার ফোনটির অফিসিয়াল প্রি-অর্ডারে বলা হয়েছে যে এটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন থাকবে। Oppo A3 Pro মডেলে MediaTek Dimensity 7050 চিপসেট থাকবে বলে নানা রিপোর্টে দাবি করা হয়েছে। ফোনটি এই মুহূর্তে চীনে রিজার্ভেশনের জন্য উপলব্ধ। তাই, ছবিগুলি চীনে ওপ্পোর এক্সপেরিয়েন্স স্টোর থেকে নেওয়া লাইভ শট বলে মনে হচ্ছে।