Oppo A38 নাকি Redmi 12, বাজেটের মধ্যে কোন ফোন বাজিমাত করবে, দেখে নিন পার্থক্য

সদ্য আজ এদেশের বাজারে পা রেখেছে Oppo A38 4G। এটি ১৩,০০০ টাকারও কম মূল্যে উপলব্ধ। তবে দামে কম হলেও, এর ফিচার তালিকা কিন্তু সত্যি বেশ…

সদ্য আজ এদেশের বাজারে পা রেখেছে Oppo A38 4G। এটি ১৩,০০০ টাকারও কম মূল্যে উপলব্ধ। তবে দামে কম হলেও, এর ফিচার তালিকা কিন্তু সত্যি বেশ আকর্ষণীয়। ফোনেটি MediaTek Helio G70 প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের মুখ্য রিয়ার সেন্সর, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। মনে করা হচ্ছে লো-বাজেট রেঞ্জের এই স্মার্টফোন, গত ১লা আগস্ট ভারতে লঞ্চ হওয়ার Redmi 12 মডেলের সাথে সরাসারি প্রতিযোগিতা করবে। ফলে এখন দেখার বিষয়ে Oppo নাকি Redmi কোন ব্র্যান্ডের হ্যান্ডসেট ক্রেতাদের মন জয় করতে সফল হবে। সম্ভাব্য ফলাফলের আন্দাজ পেতে আজ আমরা Oppo A38 এবং Redmi 12 স্মার্টফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Oppo A38 vs Redmi 12 : দাম

ভারতের বাজারে ওপ্পো এ৩৮ স্মার্টফোনকে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম থাকছে ১২,৯৯৯ টাকা। এটি – গ্লোয়িং গোল্ড এবং গ্লোয়িং ব্ল্যাক কালারে এসেছে।

এদেশে রেডমি ১২ স্মার্টফোনটি মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৯,৯৯৯ টাকা এবং উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজকে ১১,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে – জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং মুনস্টোন সিলভার কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Oppo A38 4G vs Redmi 12 4G : ডিসপ্লে, সেন্সর

ডুয়াল সিমের ওপ্পো এ৩৮ স্মার্টফোনে রয়েছে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

রেডমি ১২ ৪জি স্মার্টফোনে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ৫৫০ নিট পিক। ইউজারদের ডেটা নিরাপদ রাখার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Oppo A38 4G vs Redmi 12 4G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ভালো পারফরম্যান্স প্রদানের জন্য ওপ্পো এ৩৮ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন প্রিলোডেড থাকছে। ডিভাইসটিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ আরও বাড়ানো সম্ভব।

রেডমি ১২ ফোনের ৪জি ভ্যারিয়েন্টটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি রমের অ্যাক্সেস পেয়ে যাবেন ইউজাররা।

Oppo A38 4G vs Redmi 12 4G : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo A38 4G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। এদিকে ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

ক্যামেরা বিভাগের কথা বলল, Redmi 12 4G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা৷

Oppo A38 4G vs Redmi 12 4G : ব্যাটারি, কানেক্টিভিটি বিকল্প

কানেক্টিভিটির জন্য ওপ্পো এ৩৮ স্মার্টফোনে ডুয়াল ৪জি সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

রেডমি ১২ ৪জি ফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, এবং একটি আইআর ব্লাস্টার সামিল রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Oppo A38 4G vs Redmi 12 4G : পরিমাপ

ওপ্পো এ৩৮ স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৭x৭৫x৮.২ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।

রেডমি ১২ ৪জি ফোনের পরিমাপ ১৬৮.৬x৭৬.৩x৮.২ মিমি এবং ওজন ১৯৮.৫ গ্রাম।