Oppo A55 অসাধারণ ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

ভারতে লঞ্চ হল Oppo A সিরিজের লেটেস্ট স্মার্টফোন Oppo A55৷ বাজেট রেঞ্জে আসার ফলে বেসিক ফিচার দেওয়া হয়েছে এই ফোনে। Oppo A55-এর স্পেসিফিকেশনের চেয়ে ডিজাইন বেশি নজর কাড়বে। Oppo-র নয়া এই হ্যান্ডসেটের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং লং লাস্টিং ব্যাটারি। একই সঙ্গে এতে সুপার পাওয়ার-সেভিং মোড ও অপ্টিমাইজডা নাইট চার্জিংয়ের মতো ফিচার প্রি-লোড করা হয়েছে। আবার ব্যাকলাইট এইচডিআর, নাইট মোড, নাইট প্লাস ফিল্টার – Oppo A55-এর ক্যামেরা ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য। আসুন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A55 দাম ও সেল অফার

ওপ্পো এ৫৫-এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজযুক্ত বেস ভার্সনের দাম ১৫,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, যার দাম ১৭,৪৯০ টাকা ধার্য করা হয়েছে। ফোনটি রেনবো ব্লু ও স্ট্যারি ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Oppo A55 ফোনটি Amazon, Oppp eStore ও অফলাইন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। আগামী ৩ অক্টোবর ফোনটির ৪ জিবি এবং ১১ অক্টোবর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের সেল অনুষ্ঠিত হবে।

Amazon Great Indian Festival সেলে HDFC ব্যাংকের কার্ডধারীরা এই ফোনের ওপর ৩,০০০ টাকা ছাড় পাবেন। আবার Oppp eStore-এ ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে Axis Bank, Bank od Baroda, Kotak Mahindra Bank-এর কার্ড হোল্ডারদের। অফলাইন রিটেল স্টোরেও বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা ৩,০০০ ডিসকাউন্ট পাবেন।

Oppo A55 স্পেসিফিকেশন

ওপ্পো এ৫৫ স্মার্টফোনে ৬.৫১ ইঞ্চি এলসিডি এইচডি+ (৭২০ x ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ১২০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯, পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই, ব্রাইটনেস ৫৫০ নিটস এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২ শতাংশ। ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওপ্পো এ৫৫ ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ওপ্পো এ৫৫ ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ভিডিও কল ও সেল্ফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Oppo A55 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি ৩০ ঘন্টার টকটাইম ও ২৫ ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। সফটয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ সিস্টেমে রান করবে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে Oppo A55 ফোনে রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ১৯৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

25 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

34 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

50 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

54 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago