Oppo A60: সস্তায় আসছে ওপ্পোর নয়া ফোন, দাম কম হলেও থাকবে আকর্ষণীয় সব ফিচার্স

ওপ্পো তাদের A-সিরিজের অধীনে বাজেট রেঞ্জে নতুন Oppo A60 (4G ভ্যারিয়েন্ট) স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যদিও, কোম্পানির পক্ষ থেকে এখনও…

ওপ্পো তাদের A-সিরিজের অধীনে বাজেট রেঞ্জে নতুন Oppo A60 (4G ভ্যারিয়েন্ট) স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যদিও, কোম্পানির পক্ষ থেকে এখনও এই হ্যান্ডসেটটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে এখন এক টিপস্টারের সৌজন্যে আসন্ন Oppo A60-এর ডিজাইন রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

Oppo A60 4G-এর ডিজাইন এবং কালার অপশন

টিপস্টার সুধাংশু আম্ভোরের সাথে যৌথভাবে 91মোবাইলস হিন্দি তাদের একটি রিপোর্টে ওপ্পো এ60-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস করেছে। এতে পাঞ্চ-হোল নচ এবং পুরু চিন সহ ফুল-স্ক্রিন ডিসপ্লে থাকবে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলের উল্লম্ব পিল-আকৃতির ক্যামেরা ব্র্যাকেটের মধ্যে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যা ফোনটির রিয়ার প্যানেল থেকে কিছুটা বাইরের দিকে উঁচু হয়ে থাকবে বলে মনে হচ্ছে।

সম্ভবত, ওপ্পো এ60 দুটি কালার অপশনে আসবে – ব্লু এবং পার্পল। পাওয়ার বাটনে এম্বেড করা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এই ফোনে একটি ফ্ল্যাট-এজ ডিজাইন রয়েছে বলে মনে করা হচ্ছে।

Oppo A60 4G-এর স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)

ওপ্পো এ60-এর মডেল নম্বর CPH2631 এবং এটি ইতিমধ্যেই বেশ কিছু সার্টিফিকেশন পেয়েছে। গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেস ও গুগল প্লে কনসোল প্রসেসরের নামও প্রকাশ করেছে। ফোনটিতে 6.67 ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ (1,604×720 পিক্সেল) রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট, 264পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 950 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ওপ্পো এ60-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর ব্যবহৃত হবে এব 8 জিবি র‍্যাম, 128 জিবি / 256 জিবি স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে। চলবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14.0.1 কাস্টম স্কিনে।

ক্যামেরার ক্ষেত্রে, Oppo A60 4G-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এফ/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। আর সামনে এফ/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo A60 4G-তে 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা 45 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। এছাড়া, এতে স্টেরিও স্পিকার এবং 3.5 মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে।