Categories: Mobiles

30 মিনিটের চার্জে চলবে সারাদিন, 5G-র পর সস্তায় 4G ভার্সনে আসছে Oppo-র এই স্মার্টফোন

ওপ্পো তাদের জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Oppo A78 5G ফোনটির একটি 4G সংস্করণ বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। Oppo A78 4G খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়, কারণ ইতিমধ্যেই এর কিছু মার্কেটিং মেটেরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে, যা ডিভাইসটির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। এর পাশাপাশি কিছু রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Oppo A78 4G সম্ভবত আগামী ৭ জুলাই লঞ্চ হবে। আর এখন, এই ওপ্পো স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এর পারফরম্যান্স সংক্রান্ত তথ্য সামনে এনেছে।

Oppo A78 4G-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

CPH2565 মডেল নম্বরের সাথে ওপ্পো এ৭৮ ৪জি ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের তালিকাভুক্ত হয়েছে। এর লিস্টিংটি প্রকাশ করেছে যে স্মার্টফোনটিতে ‘বেঙ্গল’ (Bengal) কোডনেমের একটি অক্টা-কোর কোয়ালকম প্রসেসর থাকবে, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.৪০ গিগাহার্টজ। এই তথ্যগুলি নির্দেশ করছে যে, এ৭৮ ৪জি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়াও, গিকবেঞ্চ ডেটাবেসে প্রকাশ করা হয়েছে যে ওপ্পো এ৭৮ ৪জি-তে ৮ জিবি মেমরি পাওয়া যাবে এবং স্মার্টফোনটি প্রি-ইন্সটল করা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর ওপ্পোর কাস্টম কালারওএস (ColorOS) স্কিন থাকবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওপ্পো এ৭৮ ৪জি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ৪১১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,২৬৩ পয়েন্ট অর্জন করেছে।

Oppo A78 4G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন Oppo A78 4G-তে ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে৷ এছাড়াও, A78 4G ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে, যা ডিভাইসের মাল্টিটাস্কিং ক্ষমতা বাড়াবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A78 4G-এর রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স অবস্থান করবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেন্সর দেখা যাবে।

পাওয়ায় ব্যাকআপের ক্ষেত্রে, Oppo A78 4G-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। যা মাত্র ৩০ মিনিটের মধ্যে ৭৬% পর্যন্ত ব্যাটারি চার্জ করে দেবে। এছাড়া নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত অডিও অভিজ্ঞতার জন্য ডুয়েল স্পিকার থাকবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

31 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago