Ola S1 Air: এই স্কুটার কিনতে হামলে পড়ছে মানুষ, 5 দিনেই 50,000 বুকিং, মাইলেজ কত

ওলা ইলেকট্রিক (Ola Electric) ২৭ জুলাই তাদের সবচেয়ে সস্তার বৈদ্যুতিক স্কুটার S1 Air বিক্রির জন্য পারচেস উইন্ডো খুলে দিয়েছে। এবারে এর চাহিদার পরিমাণ জানালো সংস্থা। যা সত্যি অবাক করার মতোই। এই ক’দিনের মধ্যেই S1 Air ৫০,০০০ বুকিং পেয়েছে বলে দাবি করেছে ওলা। বর্তমানে স্কুটারটি ১.১০ লাখ টাকা প্রারম্ভিক মূল্যে কেনা যাচ্ছে। যা কেন্দ্রের ফেম-২ ভর্তুকি ধরে।

Ola S1 Air-এর বুকিং ৫০,০০০ পার করল

২৭ জুলাই পারচেস উইন্ডো খোলার মাত্র তিন ঘন্টায় এস১ এয়ার ৩,০০০ বুকিং পার করেছিল বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল। ক্রেতাদের থেকে স্কুটারটির প্রতি বিপুল সারা পেয়ে আবেগাপ্লুত। যে কারণে ওলা ১.১০ লাখ টাকায় বিক্রির মেয়াদ বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করার কথা ঘোষণা করেছে। তারপর সেটি ১.২০ লাখ টাকায় বেচবে ওলা।

এদিকে S1 বিক্রি বন্ধের পর বর্তমানে ওলার পোর্টফোলিওতে রয়েছে দুটি ইলেকট্রিক স্কুটার – S1 Air ও S1 Pro। প্রথমটি হচ্ছে তাদের সবচেয়ে সস্তার স্কুটার আর দ্বিতীয়টি ফ্ল্যাগশিপ মডেল। S1 Air-এ উপস্থিত একটি ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি ফুল চার্জে ১২৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

S1 Air-এর ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটরটি থেকে সর্বোচ্চ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম হবে। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৫ ঘন্টা সময় নেবে বলে দাবি সংস্থার।

Ola S1 Air টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার টুইন শক অ্যাবসর্বার, উভয় চাকায় ড্রাম ব্রেক, টুইন প্রোজেক্টর হেডল্যাম্প, জিপিএস এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ ৭ ইঞ্চি টিএফটি ড্যাশ সমেত হাজির হবে। ছয়টি কালার স্কিম সহ স্কুটারটিতে তিনটি রাইডিং মোড উপলব্ধ থাকবে – ইকো, নরমাল এবং স্পোর্ট।