ওপ্পোর নতুন ফাইভ-জি ফোন Oppo A78 5G লঞ্চ হবে শীঘ্রই, ব্যাটারির ক্ষমতা প্রকাশ্যে

চলতি বছরের জুন মাসে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো চীনের মার্কেটে Oppo A77 5G মডেলটি উন্মোচন করেছে। এটি একটি চায়না-এক্সক্লুসিভ মডেল ছিল। যদিও, এই ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ Oppo K10 5G নামে ভারতে উপলব্ধ হয়। বর্তমানে শোনা যাচ্ছে, কোম্পানিটি A77-এর উত্তরসূরি Oppo A78 5G-এর ওপর কাজ করছে। তবে, সম্ভবত এই ফোনটি শুধুমাত্র চীনের বাজারে লঞ্চ হবে না, তার সাথে এটি কিছু এশিয়ান বাজারেও পা রাখবে বলে আশা করা হচ্ছে। এই ওপ্পো হ্যান্ডসেটটি চলতি বছরের অক্টোবরে আইএমইআই (IMEI) ডেটাবেস এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইট উপস্থিত হয়েছিল। আর গত মাসে, A78 5G মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়। আর এখন এই ফোনটিকে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আসুন তাহলে এই নতুন সার্টিফিকেশন তালিকা থেকে আসন্ন Oppo A78 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo A78 5G-কে দেখা গেল IMDA-এর ডেটাবেসে

ন্যাশভিলচ্যাটারক্লাস-এর রিপোর্ট থেকে জানা গেছে যে, CPH2483 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোন সিঙ্গাপুরের আইএমডিএ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং জানা গেছে যে এই মডেল নম্বরটি ওপ্পো এ৭৮ ৫জি-এর সাথে যুক্ত। আর সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি ৫জি, এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং জিপিএস-এর মতো কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে।

আবার, ওপ্পো এ৭৮ ৫জি-এর এফসিসি (FCC) তালিকায় প্রকাশ করা হয়েছে যে, এটির পরিমাপ ১৬৩.৮ x ৭৫.০৪ মিলিমিটার এবং তির্যকভাবে এর মাপ ১৮০.০৯ মিলিমিটার হবে। যেহেতু, মডেলটির পরিমাপ পূর্বসূরি এ৭৭ ৫জি-এর মতো, তাই আশা করা যায় ডিভাইসটি ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে।

এছাড়া, Oppo A78 5G এন৫ / এন৭ / এন৩৮ / এন৪৪ / এন৬৬ ৫জি ব্যান্ড এবং ডুয়েল-ব্যান্ড (২.৪ গিগাহার্টজ– ৫ গিগাহার্টজ) ওয়াই-ফাই সাপোর্ট করবে। এটি কালারওএস ১৩ (ColorOS 13)-এ চলবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। A78-এর ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, এটি ব্লুটুথ ৫.৩ সংযোগের সাথে আসবে। এই বিবরণগুলি ছাড়া, Oppo A78 5G সম্পর্কে আর কিছুই আপাতত জানা যায়নি। তবে, যেহেতু এটি একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই আশা করা যায় নয়া ওপ্পো ফোনটি চলতি মাসেই এশিয়ার কিছু নির্বাচিত বাজারে আত্মপ্রকাশ করবে।