লঞ্চের আগেই Oppo A79 5G-এর প্রচুর স্পেসিফিকেশন ফাঁস, কী কী চমক দেখুন
ওপ্পো তাদের A-সিরিজের অধীনে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। গত মাসের শেষের দিকে, CPH2557 মডেল...ওপ্পো তাদের A-সিরিজের অধীনে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। গত মাসের শেষের দিকে, CPH2557 মডেল নম্বর সহ Oppo A79 5G সম্পর্কে বিভিন্ন তথ্য একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে প্রকাশ হয়েছিল। এবার একটি নতুন রিপোর্ট Oppo A79 5G-এর প্রচুর স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। চলুন তাহলে এই ফোনের সম্ভাব্য বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
Oppo A79 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ওপ্পো এ৭৯ ৫জি স্মার্টফোনের রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন অ্যাপুয়ালস প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে, হ্যান্ডসেটটি চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হওয়া ওপ্পো এ৭৮ ৫জি-এর আপগ্রেডেড সংস্করণ হিসাবে শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে পারে।
ওপ্পো এ৭৯ ৫জি-তে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকবে এবং এটি দুটি কালারে পাওয়া যাবে - গ্লোয়িং গ্রিন এবং মিস্ট্রি ব্ল্যাক। ফোনের ব্যাক ক্যামেরা আইল্যান্ডটি হবে আয়তক্ষেত্রাকার এবং ক্যামেরাগুলিতে স্টেইনলেস স্টিলের রিং থাকবে। এটি ৭.৯ মিলিমিটার পুরু হবে এবং ওজন হবে ১৯৩ গ্রাম।
Oppo A79 5G-এর সামনে ৬.৭২ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এই এলসিডি স্ক্রিনটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেল (ফুলএইচডি+), ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস লেভেল অফার করবে। প্যানেলে ৯১.৪% স্ক্রিন-টু-বডি রেশিও, ১,৪০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৯৬% এনটিএসসি কালার গ্যামট থাকবে। এছাড়া, হ্যান্ডসেটটি MediaTek Dimnesity 6020 প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত হবে। এতে মাইক্রোএসডি কার্ডের জন্যও সাপোর্ট থাকবে, যার দ্বারা ১ টিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।
ফটোগ্রাফির জন্য, Oppo A79 5G-এ ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের OmniVision OVO2B1B ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেলের OmniVision OVO8D সেলফি ক্যামেরা দেখা যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করবে৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A79 5G-এ ৩৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷