Mobiles

Oppo A80 5G: দুরন্ত ফিচার্সের স্মার্টফোন আনছে ওপ্পো, লঞ্চের আগেই দাম ফাঁস হল

ওপ্পো তাদের এ সিরিজের অধীনে ওপ্পো এ৮০ নামে একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে বলে জানা গেছে। এটি ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশন বা এনার্জি এডিশন হবে বলে মনে করা হচ্ছে যা চীনে ইতিমধ্যেই উপলব্ধ রয়েছে। অনুমান করা হচ্ছে যে, ওপ্পো এই স্মার্টফোনটিকে ওপ্পো এ৮০ হিসাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করছে। সুতরাং ওপ্পো এ৮০ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দ্বারা চালিত একটি মিড-রেঞ্জ ৫জি ফোন হবে। ডিভাইসটির লঞ্চের আগে এখন এক টিপস্টার এর দাম সম্পর্কে জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক।

গ্লোবাল মার্কেটে ওপ্পো এ৮০ ৫জি ফোনের মূল্য (সম্ভাব্য)

টিপস্টার সুধাংশু আম্ভোরের সৌজন্যে ওপ্পো এ৮০ ৫জি ফোনের ইউরোপীয় মূল্য সামনে এসেছে। এই স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪৯ ইউরোর (প্রায় ২২,৮০০ টাকা) মতো হবে। এই স্মার্টফোনটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হবে কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি। এছাড়াও, এর আরও বিকল্প থাকতে পারে।

ওপ্পো এ৮০ ৫জি ফোনের ডিজাইন এবং কালার অপশন

ওপ্পো এ৮০ ৫জি হ্যান্ডসেটে পাঞ্চ-হোল ডিসপ্লে সহ ফ্ল্যাট এজ দেখা যাবে। স্মার্টফোনটিতে সেন্সরের ঠিক নীচে একটি এলইডি রিং সহ পিছনে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। ওপ্পো এ৮০ ৫জি ফোনটিকে দেখতে ওপ্পো এ৩ ভাইটিলিটি এডিশনের মতো। এটিকে ব্ল্যাক এবং পার্পল কালারে দেখা গেছে, যা ইতিমধ্যে চীনে উপলব্ধ। এছাড়াও ফোনটি গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

ওপ্পো এ৮০ ৫জি ফোনের স্পেসিফিকেশন

ওপ্পো এ৮০ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ স্মার্টফোনটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, এটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স অবস্থান করবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি অবস্থান করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০.১ কাস্টম স্কিনে রান করবে। ওপ্পো এ৮০ ৫জি ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৫৪ রেটিং মিলবে। এটিতে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম মোড, এনএফসি, ওয়াই-ফাই ৫, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে।

এছাড়াও, ওপ্পো এ৮০ ৫জি হ্যান্ডসেটে এআই ইরেজার, এআই লিংকবুস্ট এবং এআই চার্জিং সুরক্ষা সহ একাধিক এআই ফিচার রয়েছে। এই স্পেসিফিকেশনগুলির ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে ওপ্পো এ৮০ ৫জি প্রকৃতপক্ষে ওপ্পো এ৩ ভাইটালিটি এডিশনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। যেহেতু স্মার্টফোন সম্পর্কে ইতিমধ্যেই অনেক তথ্য ফাঁস হয়েছে, তাই আশা করা হচ্ছে যে, ওপ্পো শীঘ্রই এটি লঞ্চ করবে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

55 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago