Oppo A96 5G নতুন ওএস ও ১৩ জিবি র‌্যামের সাথে লঞ্চ হল, দাম ২৪ হাজার টাকার কম

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ চীনের বাজারে লঞ্চ হল Oppo A96 5G। গতকালই ওপ্পোর এই ফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছিল। এই ফোনটির দাম রাখা হয়েছে ২৪,০০০…

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ চীনের বাজারে লঞ্চ হল Oppo A96 5G। গতকালই ওপ্পোর এই ফোনটির রেন্ডার প্রকাশ্যে এসেছিল। এই ফোনটির দাম রাখা হয়েছে ২৪,০০০ টাকার কমে। Oppo A96 5G ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও কালারওএস ১২ কাস্টম স্কিন।

ওপ্পো এ৯৬ ৫জি দাম ও লভ্যতা (Oppo A96 5G Price and Availability)

ওপ্পো এ৯৬ ৫জি ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ দেশীয় বাজারে উপলব্ধ। এই ফোনের দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (আনুমানিক ২৩,৩৩৫ টাকা)। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং আগামী ৯ জানুয়ারি থেকে সেলও শুরু হয়ে যাবে চীনে।

অ্যাপ্রিকট পাউডার ওয়ার্ম সান (পিচ), কালার গ্লেজ (মাল্টিকালার গ্রেডিয়েন্ট) ও নাইট ড্রিম নাইট স্টার (ব্ল্যাক) – এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে ওপ্পো এ৯৬ ৫জি স্মার্টফোনটিকে।

ওপ্পো এ৯৬ ৫জি ফিচার ও স্পেসিফিকেশন (Oppo A96 5G Features and Specifications)

ওপ্পো এ৯৬ ৫জি স্মার্টফোনে ওপ্পো রেনো৭ সিরিজের মতো একটি ফ্ল্যাট ফ্রেম রয়েছে। এই ফোনের রিয়ার ক্যামেরা লেআউটটি আবার লেটেস্ট রিয়েলমি ফোনের মত। এরসাথে এই ফোনের ক্যামেরাগুলির চারপাশে দেওয়া হয়েছে এলইডি রিং। ওপ্পো এ৯৬ ৫জি ফোনের ব্যাক প্যানেলে ওপ্পো রেনো সিরিজের মতো ম্যাট এবং মার্জিত ফিনিশ দেওয়ার জন্য অসংখ্য ক্রিস্টালের মতো ডিজাইন রয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে এই ফোনের সামনের আছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০০× ১,০৮০ পিক্সেল) OLED পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট সর্বাধিক ১৮০ হার্টজ, কনট্রাস্ট রেশিও ১০,০০,০০০: ১। নিরাপত্তার জন্য এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লের মধ্যে এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo A96 5G ফোনের ব্যাক প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এছাড়াও ফোনের সামনে পাঞ্চ-হোল কাট-আউটের মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Oppo A96 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ সহ বাজারে এসেছে। এর সাথে ৫ জিবি ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করবে।

Oppo A96 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে। ফোনটির ওজন প্রায় ১৭১ গ্রাম।