Oppp A98 5G: 67W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে নয়া ফোন আনছে ওপ্পো, থাকবে 108MP ক্যামেরা
গত বছর জুলাই মাসে ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের বাজেট-ফ্রেন্ডলি সেগমেন্টে Oppo A97 5G লঞ্চ করেছিল। এই ফোনটিতে ৯০ হার্টজ...গত বছর জুলাই মাসে ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের বাজেট-ফ্রেন্ডলি সেগমেন্টে Oppo A97 5G লঞ্চ করেছিল। এই ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এলসিডি স্ক্রিন রয়েছে এবং এটি MediaTek Dimensity 810 চিপসেট দ্বারা চালিত। বর্তমানে শোনা যাচ্ছে, ওপ্পো এই মডেলের উত্তরসূরিটি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে, যা Oppo A98 5G নামে আত্মপ্রকাশ করবে। আর এখন এই একই নামের একটি ডিভাইসকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে। আসুন তাহলে এই সার্টিফিকেশনটি আপকামিং Oppo A98 5G সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।
Oppo A98 5G পেল NBTC-এর অনুমোদন
CPH2529 মডেল নম্বর সহ ওপ্পো এ৯৮ ৫জি ফোনটি থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি ফোনটির সম্পর্কে কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে এটি হ্যান্ডসেটের জন্য ওপ্পো এ৯৮ ৫জি নামটি নিশ্চিত করেছে। এছাড়া, একই মডেল নম্বর সহ একটি ডিভাইসকে সম্প্রতি চীনের সিকিউসি (CQC) ডেটাবেসেও দেখা গেছে। এটি প্রকাশ করেছে যে, ওপ্পো এ৯৮ ৫জি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি সম্পর্কে অন্য কোনও বিবরণ তালিকায় উল্লেখ করা হয়নি।
তবে, এর আগে কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, ওপ্পো এ৯৮ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল-এইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই নতুন ওপ্পো ফোনটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আসুন এর পূর্বসূরি ওপ্পো এ৯৭ ৫জি-এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
Oppo A97 5G-এর স্পেসিফিকেশন
ওপ্পো এ৯৭ ৫জি-তে একটি মসৃণ ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন দেখা যায়, যার রিয়ার প্যানেলে একটি আয়তাকার আইল্যান্ড রয়েছে, যার মধ্যে দুটি ক্যামেরা রিং বর্তমান। ফোনটির সামনে ২,৪০৮ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে সেলফি ক্যামেরার জন্য একটি ডিউড্রপ নচ এবং ডাইর্যাক (Dirac) সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকারও অবস্থান করছে। ডিভাইসটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট দ্বারা চালিত। ওপ্পো এ৯৭ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) ইউজার ইন্টারফেসে রান করে, যা মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য, Oppo A97 5G-এর রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। এটি সংযোগের জন্য ডুয়াল-সিম কার্ড স্লট, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ এবং জিএনএসএস অফার করে।
তাছাড়া, Oppo A97 5G-তে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A97 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই বাজেট রেঞ্জের ওপ্পো ফোনটি যথেষ্ট হালকা, এর ওজন মাত্র ১৮৮ গ্রাম এবং পরিমাপ ১৬৩.৮ × ৭৫.১ × ৭.৯৯ মিলিমিটার।