Oppo A98 5G full specifications leaked

Oppo A98 5G: সুপার ডুপার ফিচার্স ওপ্পোর নতুন ফোনে, লঞ্চের আগেই খুঁটিনাটি ফাঁস

ওপ্পো (Oppo) তাদের A-সিরিজে একটি নতুন মিড-রেঞ্জ ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে, এটি Oppo A98 5G হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই CPH2529 মডেল নম্বর সহ চীনের সিকিউসি (CQC), ইন্দোনেশিয়ার (TKDN) এবং থাইল্যান্ডের (NBTC)-এর মতো অনুমোদন লাভ করেছে ফোনটি। আবার এটিকে এইচটিএমএল৫ (HTML5) টেস্ট এবং গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে৷ সুতরাং, ডিভাইসটি ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশের মার্কেটে অআসবে আশা করা হচ্ছে। আর এখন একটি নতুন রিপোর্টে Oppo A98 5G-এর রেন্ডারের পাশাপাশি এর মূল স্পেসিফিকেশনগুলিও ফাঁস করা হয়েছে। আসুন তাহলে আপকামিং ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo A98 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

সূত্রের দাবি, ওপ্পো এ৯৮ ৫জি-তে ৬.৭ ইঞ্চির এলটিপিএস এলসিডি প্যানেল থাকবে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সুরক্ষার জন্য, স্ক্রিনটির ওপরে পান্ডা গ্লাসের একটি স্তর থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ওপ্পো এ৯৮ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, Oppo A98 5G-এর রিয়ার প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, A98 5G-তে সম্ভবত ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, Oppo A98-তে ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই৫, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট উপস্থিত থাকবে। নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিভাইসটির পরিমাপ হবে ১৭৫.৬ x ৭৬.১ x ৮.২ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯২ গ্রাম। তবে, এই ওপ্পো হ্যান্ডসেটের দাম সম্পর্কে রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি। মনে করা হচ্ছে, Oppo A98 5G চীনের বাজারে উপলব্ধ Oppo A1 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বিশ্ববাজারে পা রাখবে।