Oppo A98 Appears Geekbench

OnePlus এর নতুন ফোনের প্রসেসর সহ আসছে Oppo A98, থাকবে 67W ফাস্ট চার্জিং, 64MP ক্যামেরা

ওপ্পো (Oppo) তাদের A-সিরিজের অধীনে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Oppo A98। এই আসন্ন হ্যান্ডসেটটিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে এবং এর স্পেসিফিকেশন ও রেন্ডারগুলিও ফাঁস হয়েছে। ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগেই এখন, এর গ্লোবাল ভার্সন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। যা Oppo A98-এর প্রসেসর, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে।

Oppo A98-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

CPH2529 মডেল নম্বর সহ ওপ্পো এ৯৮ ৫জি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, ফোনটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ২.২১ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লক স্পিড সহ কোয়ালকমের একটি মিড-রেঞ্জ চিপসেট। এটিতে দুটি ক্লাস্টারে বিভক্ত আটটি ক্রায়ো ৬৬০ কোর রয়েছে। আর গ্রাফিক্সের জন্য চিপটির সাথে লোয়ার মিড-রেঞ্জের অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ-টি যুক্ত রয়েছে।

প্রসেসরের বিবরণ ছাড়াও, বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ওপ্পো এ৯৮ ৫জি-তে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে রান করবে। তবে লঞ্চের সময় ফোনটি একাধিক র‍্যাম ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। সর্বোপরি বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওপ্পো এ৯৮ ৫জি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৮৮৫ এবং ২,০৩৪ স্কোর করতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, এর আগে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট-এর মতো অন্যান্য স্ন্যাপড্রাগন ৬৯৫-চালিত ফোনও সমান স্কোর রেকর্ড করেছে।

অন্যদিকে, বেশ কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, Oppo A98 স্মার্টফোনটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের একটি ফুলএইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে৷ এটি সম্ভবত ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Oppo A98-এর ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। সেলফির জন্য, ফোনটির ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটে সম্ভবত একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A98-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। উল্লেখ্য, এই হ্যান্ডসেটটি চীনে উপলব্ধ Oppo A1 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসবে বলে জানা গেছে।