Oppo A98 5G Launched

44 মিনিটে ব্যাটারি ফুল, টানা 39 ঘন্টা কথা বলা যাবে, Oppo A98 শোরগোল ফেলে বাজারে এল

ওপ্পোর A সিরিজের নতুন স্মার্টফোন, Oppo A98 5G লঞ্চ হল। এটি এখন সংযুক্ত আরব আমিরশাহীতে কেনার জন্য উপলব্ধ। সাশ্রয়ী মূল্যের এই হ্যান্ডসেট আইপিএস ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন নবাগত Oppo A98 5G-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A98 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওপ্পো এ৯৮ ৫জি-তে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনটি ৯১.৪% স্ক্রিন-টু-বডি রেশিও, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেটের সাথে এসেছে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। এমনকি ইউজাররা ওপ্পো এ৯৮ ৫জি-এর র‍্যামকে স্মার্ট র‍্যাম এক্সপ্যানশন সফ্টওয়্যার দিয়ে প্রসারিত করতে পারবেন। ফটোগ্রাফির জন্য, Oppo A98 5G-এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের এআই (AI) প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।

আর ফোনের সামনে এআই (AI) পোর্ট্রেট রিটাচিং, সেলফি এইচডিআর এবং অন্যান্য অনেক সফ্টওয়্যার সুবিধা সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A98 5G-এর আরেকটি প্রধান আকর্ষণ হল এর ব্যাটারি। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে, যা ৩৯ ঘন্টা পর্যন্ত ফোন কল, ৮.৪ ঘন্টা গেমিং এবং ১৬ ঘন্টা ইউটিউব ওয়াচটাইম অফার করে।

এছাড়াও, অলয়েজ-অন ডিসপ্লে ফিচার চালু থাকা অবস্থায় স্ট্যান্ডবাই মোডে ব্যাটারি ১৭.৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ব্যাটারিটি ৬৭ ওয়াট সুপারভোক (SUPERVOOC) ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, যার সাহায্যে হ্যান্ডসেটটি ৪৪ মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে চার্জ হতে পারে।

Oppo A98 5G-এর মূল্য ও লভ্যতা

সংযুক্ত আরব আমিশাহীতে ওপ্পো এ৯৮ ৫জি-এর দাম রাখা হয়েছে ১,০৯৯ দিরহাম (প্রায় ২৪,৭৫০ টাকা)। যদিও ফোনটির বিশ্বব্যাপী উপলব্ধতা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে এটি শীঘ্রই এশিয়ার বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।