Categories: Mobiles

সস্তা ফোনে 40x জুম, Oppo F23 5G দুর্দান্ত ক্যামেরার সাথে 15 মে ভারতে লঞ্চ হচ্ছে

Oppo ভারতে তাদের নতুন F-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করল। আগামী ১৫ই মে ভারতে আত্মপ্রকাশ করবে Oppo F23 5G। ই-কমার্স সাইট অ্যামাজন ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এদিকে লঞ্চের তারিখ নিশ্চিত করার পাশাপাশি আজ সংস্থাটি এই স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে। প্রসঙ্গত এই নতুন হ্যান্ডসেটটি Oppo F21s Pro সিরিজের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে, যা গত বছর ভারতে লঞ্চ হয়েছিল।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, Oppo F23 5G ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন সহ আসবে। এর পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। চলুন আপকামিং Oppo F23 5G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন সম্পর্কে আর কি কি জানা গেল দেখে নেওয়া যাক।

Oppo F23 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ এবং ডিজাইন নিশ্চিত করল স্বয়ং সংস্থা

আগামী ১৫ই মে ওপ্পো এফ২৩ ৫জি স্মার্টফোনটি ভারতে একটি মিড-রেঞ্জ অফারিং হিসাবে আসবে। ওপ্পো প্রকাশিত তথ্য অনুসারে, এটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন সহ লঞ্চ হবে। ফোনটির পিছনে একটি পিল আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে তিনটি সেন্সর উপস্থিত থাকবে। যার মধ্যে প্রাইমারি সেন্সরটি ক্যামেরা মডিউলের উপরের কাটআউটের মধ্যে অবস্থান করবে। আর বাকি দুটি সহায়ক লেন্স এবং LED ফ্ল্যাশ লাইটকে মডিউলের নীচের অংশ জুড়ে পাওয়া যাবে।

আবার সংস্থার তরফ থেকে রিলিজ করা টিজার ইমেজে, রিয়ার ক্যামেরা মডিউলে ‘৪০এক্স মাইক্রো-লেন্স জুম সাপোর্ট’ লেখা দেখা গেছে। এছাড়া ইভেন্ট পেজের লিস্টিং নিশ্চিত করছে যে, আসন্ন ওপ্পো হ্যান্ডসেটের প্রাইমারি সেন্সরের রেজোলিউশন ৬৪ মেগাপিক্সেল হবে। আর সহায়ক ক্যামেরা দুটি সম্ভবত – ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাইক্রো-লেন্স জুম শুটার হবে৷

আলোচ্য ৫জি ফোনটির সামনে ফ্ল্যাট স্ক্রিন থাকবে, যার উপরিভাগে মাঝবরাবর হোল-পাঞ্চ কাটআউট দেখা যাবে। ডিসপ্লেটি সরু বেজেল দিয়ে পরিবেষ্টিত। যদিও নিচের দিকে থাকা বেজেল তুলনায় মোটা থাকছে। এই হ্যান্ডসেটের ফোনের বাম প্রান্তে ভলিউম রকার এবং ডান দিকে পাওয়ার বাটন বিদ্যমান।

ফিচারের কথা বললে, মাইক্রোসাইট থেকে জানা গেছে আপকামিং Oppo F23 5G স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। এটি চার বছরের ‘ল্যাগ-ফ্রি’ অভিজ্ঞতা প্রদানে সমর্থ হবে। এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

প্রসঙ্গত, আসন্ন ওপ্পো এফ২৩ ৫জি ফোনটি আজ লঞ্চ হওয়া Oppo A98 5G মডেলের রিব্যাজড ভার্সন হবে বলেও জানা যাচ্ছে। ফলে ফোন দুটির মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকতেই পারে। সেই ক্ষেত্রে, এফ-সিরিজের এই মডেলে ৬.৭২-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাথে আসবে।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago