Oppo F23 Pro 5G India launch date

Oppo F23 Pro 5G: মাইক্রোস্কোপ লেন্স দিয়ে নয়া ফোন আনছে ওপ্পো, দাম লিক হয়ে গেল লঞ্চের আগেই!

ওপ্পো বর্তমানে তাদের A-সিরিজের অধীনে মিড-রেঞ্জ Oppo A98 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ এমনকি সম্প্রতি ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে। তবে এখন একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি তাদের F-সিরিজের অধীনে আরেকটি নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে। এটি Oppo F23 Pro 5G নামে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। এছাড়াও, রিপোর্টটিতে ফোনটির লঞ্চের তারিখ, প্রত্যাশিত মূল্য এবং মূল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo F23 Pro 5G-এর সম্ভাব্য মূল্য এবং লঞ্চের তারিখ

৯১মোবাইলস ও টিপস্টার মুকুল শর্মার যৌথ রিপোর্টে ওপ্পো এফ২৩ প্রো ৫জি-এর লঞ্চের তারিখ, প্রত্যাশিত মূল্যের পরিসর এবং মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফোনটি আগামী ১৫ মে ভারতে ২৫,০০০ থেকে ২৬,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে, অর্থাৎ এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে এদেশের বাজারে পা রাখবে৷ যদিও ডিভাইসটির স্টোরেজ ভ্যারিয়েন্টের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি, তবে আশা করা যায় স্মার্টফোনটি একাধিক সংস্করণে বাজারে আসবে।

Oppo F23 Pro 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পো এফ২৩ প্রো ৫জি-তে ৫৮০ নিট ব্রাইটনেস সহ ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে, স্মার্টফোনটিতে অ্যামোলেড (AMOLED) স্ক্রিনের পরিবর্তে এলসিডি প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, Oppo F23 Pro 5G-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর উপস্থিত থাকবে। আর প্রধান লেন্সের সাথে দুটি ২ মেগাপিক্সেলের সহকারী ক্যামেরাও যুক্ত থাকবে, যার মধ্যে একটি ৪০x মাইক্রোস্কোপ লেন্স হবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo F23 Pro 5G-তে ব্যবহৃত হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা সম্ভবত কোম্পানির মালিকানাধীন সুপারভোক (SuperVOOC) প্রযুক্তি। এটি ডিভাইসটিকে দ্রুত চার্জ করতে সক্ষম করবে।