ডিসপ্লে-ক্যামেরা মুগ্ধ করবে, লঞ্চের 1 সপ্তাহ আগেই Oppo F25 Pro-র সমস্ত ফিচার্স ফাঁস

আজই ভারতে Oppo F25 Pro স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। এটি ২০২২ সালে লঞ্চ হওয়া Oppo F21 Pro-এর উত্তরসূরি হিসেবে আগামী ২৯ ফেব্রুয়ারি এদেশের বাজারে…

আজই ভারতে Oppo F25 Pro স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা হয়েছে। এটি ২০২২ সালে লঞ্চ হওয়া Oppo F21 Pro-এর উত্তরসূরি হিসেবে আগামী ২৯ ফেব্রুয়ারি এদেশের বাজারে আসতে চলেছে। কেননা, কোম্পানি গত বছর মে মাসে লঞ্চ হওয়া F23 ফোনটির কোনও Pro ভ্যারিয়েন্ট রিলিজ করেনি৷ লঞ্চ ইভেন্টের আগে এখন Oppo F25 Pro-এর হাইপ বাড়াতে সংস্থার তরফে কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Oppo F25 Pro-এর স্পেসিফিকেশন

ওপ্পো এফ২৫ প্রো ফ্ল্যাট ফ্রেমের সবচেয়ে স্লিম (৭.৫৪ মিলিমিটারের) ৫জি স্মার্টফোন বলে দাবি করা হচ্ছে। এতে আইপি৬৫ ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং রয়েছে। লাভা রেড এবং লাইট ব্লু কালার আগেই নিশ্চিত করা হয়েছে। প্রথমটিতে ওপ্পো-এর গ্লো ফিনিশ থাকবে, যা বারগান্ডি কালারকে ডিপ সানসেট হিউতে রূপান্তরিত করবে। রিয়ার প্যানেলে দুটি রিং সহ আয়তাকার আইল্যান্ড রয়েছে, যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর দেখা যাবে।

ওপ্পো এফ২৫ প্রো-এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এর স্ক্রিনটি ৯৩.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। স্মার্টফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, Oppo F25 Pro-তে ৬৪ মেগাপিক্সেলের OV64B ১/২ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

ডিভাইসটির ফ্রন্ট এবং রিয়ার – উভয় ক্যামেরাই ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই বৈশিষ্ট্যটি ফোনটির প্রাইস সেগমেন্টে এই প্রথম দেখা যাবে বলেও মনে করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে যে, এটি ২৫,০০০ টাকার দামের সেগমেন্টে আল্টিমেট স্মার্টফোন এক্সপেরিয়েন্স প্রদান করবে। সুতরাং, আশা করা যায়, দাম ২৫,০০০ টাকার মধ্যেই থাকবে।