Categories: Mobiles

Oppo F27 Pro+5G মিড রেঞ্জে ভারতে লঞ্চ হল, 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে অ্যামোলেড ডিসপ্লে

আজ ভারতে লঞ্চ হল Oppo F27 Pro+ 5G। এই স্মার্টফোনের দাম এদেশে ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ডিভাইসটি MIL-STD 810H সার্টিফিকেশন এবং Corning Gorilla Glass Victus 2 সুরক্ষা সহ আসায় এর স্ক্রিন ও বডি উভয়ই যথেষ্ট টেকসই। এছাড়া Oppo F27 Pro+ 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 3D কার্ভড AMOLED ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ফেস আনলক ইত্যাদি ফিচারের সুবিধা পাওয়া যাবে। চলুন এবার Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের দাম, লভ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা

ভারতে ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। এটি – ডাস্ক পিঙ্ক ও মিডনাইট নেভি কালারে এসেছে।

এই হ্যান্ডসেট বর্তমানে অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) এবং ওপ্পো ই-স্টোরের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগ্রহীরা আগামী ২০ই জুন থেকে এটি ওপেন সেলে কিনতে পারবেন।

আবার লঞ্চ অফারের অংশ হিসাবে, HDFC, ICICI, অথবা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ওপ্পো এফ২৭ প্রো প্লাস কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে৷ এছাড়া ক্রেতারা – বিনামূল্যে ১২ মাসের অ্যাক্সিডেন্টাল এবং লিকুইড ড্যামেজ প্রটেকশন প্ল্যানের সুবিধাও পাবেন।

Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ড্যামেজ-প্রুফ ৩৬০° আর্মার বডি সহ আসা Oppo F27 Pro+ 5G ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই টাচস্ক্রিন ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ৮০০ নিট HBM ব্রাইটনেস, ৯৫০ নিট HDR ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যুক্ত। এই ডিভাইসে অতিরিক্তভাবে ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Oppo F27 Pro+ 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর + এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। আবার ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে। এই ফোন – ৩০০% আল্ট্রা ভলিউম মোড, এসজিএস (SGS) প্রিমিয়াম পারফরমেন্স ৫ স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, MIL-810H সার্টিফিকেশন ও IP69, IP68, IP66 রেটিং সহ এসেছে।

কানেক্টিভিটির জন্য ওপ্পোর নতুন হ্যান্ডসেটে ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬ ৮০২.১১ এএক্স, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে৷ Oppo F27 Pro+ 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ৪৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। মোবাইল ফোনটির পরিমাপ ১৬২.৭×৭৪.২×৭.৮৯ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

9 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

53 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago