Samsung-কে টেক্কা দিতে ফোল্ডিং ফোন আনছে Oppo, দেখতে কেমন হবে? রইল ছবি

ওপ্পোর নতুন ফোল্ডিং মোবাইল Oppo Find N2 Flip খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। ক্ল্যামশেল ডিজাইনের ওই ফোল্ডেবল ফোনটি ডিসেম্বরেই Find N2 এর সঙ্গে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও, সংস্থার তরফে এখনও পর্যন্ত Find N2 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ হয়না। তবে, বিভিন্ন সূত্রের খবর, ডিসেম্বর মাসের শেষের দিকে আয়োজিত একটি ইভেন্টে ওপ্পোর নতুন ফোল্ডেবল ফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। আর এখন লঞ্চের আগেই, Find N2 Flip-এর ডিজাইন রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। এটি আসন্ন ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রকাশ করেছে, যার মধ্যে সেকেন্ডারি ডিসপ্লে, ক্যামেরা এবং হিঞ্জ কভার রয়েছে। আসুন তাহলে Oppo Find N2 Flip-এর ডিজাইন রেন্ডার থেকে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Oppo Find N2 Flip-এর নয়া রেন্ডার

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর রেন্ডারে ডিভাইসের হোয়াইট কালার ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। চিত্র অনুযায়ী, ফাইন্ড এন২ ফ্লিপ-এর ব্যাক প্যানেলে একটি মোটামুটি লম্বা কভার স্ক্রিন অবস্থান করবে, যার পাশে ডুয়েল-ক্যামেরা সেটআপের জন্য দুটি বৃত্তাকার কাটআউট দেখা যাবে। এছাড়াও, ক্যামেরা সেন্সরের নিচে একটি এলইডি ফ্ল্যাশ মডিউল থাকবে। আবার, রিয়ার প্যানেলের নীচের বাম কোণে ওপ্পোর ব্র্যান্ডিংটি দেখা যাবে৷ ফোল্ডেবল ফোনটির ভলিউম রকারগুলি বাম দিকে থাকবে, যেখানে পাওয়ার বাটনটি ডানদিকে অবস্থান করবে। আর পাওয়ার বাটনেই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এম্বেড করা থাকবে।

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। এই ফোল্ডেবল স্মার্টফোনটি চীনে এবং সম্ভবত আরও কয়েকটি দেশের বাজারে লঞ্চ হবে। আর এটি লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা যায়। ফাইন্ড এন২ ফ্লিপ-এ ২,৫২০×১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ লম্বা ৬.৮ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। এতে ই৬ অ্যামোলেড (E6 AMOLED) প্যানেল ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

সামনের ক্যামেরার জন্য স্ক্রিনের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। আর কভার ডিসপ্লেটি ৩.২৬ ইঞ্চি লম্বা হবে বলে শোনা যাচ্ছে, তবে এই ডিসপ্লের অন্যান্য বৈশিষ্ট্যগুলি এই মুহূর্তে অজানা।
উন্নত পারফরম্যান্সের জন্য, ওপ্পো সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ ফ্ল্যাগশিপ প্রসেসরটির সাথে Find N2 Flip ফোনটি লঞ্চ করবে। এটি একাধিক স্টোরেজ বিকল্পের সাথে আসবে, এর বেস মডেলটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে। এছাড়া, ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলিও লঞ্চ হবে।

৪,৩০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে Oppo Find N2 Flip , যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, Oppo Find N2 Flip-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে বলে জানা গেছে। আর ফোল্ডেবল ডিসপ্লেটির ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেন্সরটি উপস্থিত থাকবে। Find N2 Flip অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে।

উল্লেখ্য, ওপ্পো চীনের বাইরের কিছু নির্বাচিত মার্কেটেও Find N2 Flip লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতে এই ফোল্ডেবল ফোনটি পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, নতুন Oppo Find N2 ফোল্ডেবলটি শুধুমাত্র চীনে আত্মপ্রকাশ করবে।