Realme Narzo 50A Prime আসছে 5000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, দেখা গেল FCC সাইটে

Realme Narzo 50 সিরিজের অধীনে ইতিমধ্যেই ভারতে এসেছে তিনটি ফোন – Realme Narzo 50, Narzo 50A, ও Narzo 50i। তবে শীঘ্রই এই সিরিজের অধীনে আরও একটি ফোন বাজারে আসতে পারে, যার নাম Realme Narzo 50A Prime। এই ফোনটিকে সম্প্রতি আমেরিকার FCC ও ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে।

Realme Narzo 50A Prime কে দেখা গেল বিভিন্ন সার্টিফিকেশন সাইটে

RMX3516 মডেল নম্বর সহ রিয়েলমি নারজো ৫০এ প্রাইম কে এফসিসি ও ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এফসিসি লিস্টিং থেকে জানা গেছে, এই ফোনে ৪,৮৯০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৫,০০০ এমএএইচ ব্যাটারি বলে মার্কেটিং করা হবে।

আবার এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। এছাড়াও জানা গেছে, রিয়েলমি নারজো ৫০ প্রাইম ফোনে ৯ ভোল্ট ও ২ অ্যাম্পিয়ার চার্জিং স্পিড সাপোর্ট করবে। অর্থাৎ ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Realme Narzo 50A Prime এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। আবার পিছনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

আবার Realme Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।