লঞ্চের আগেই ফাঁস দাম, Oppo Find N2 Flip কেনার জন্য Limited Edition Pass আনল Flipkart

টিপস্টার সুধাংশু আম্বোরে দাবি করেছেন যে, ভারতে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ এর দাম প্রায় ৮০,০০০ টাকা থেকে শুরু হতে পারে

Oppo আগামী সপ্তাহে ভারতে তাদের ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip লঞ্চ করতে চলেছে। আগামী ১৩ মার্চ ভারতে পা রাখবে ফোনটি। তবে লঞ্চের আগেই এর দাম ফাঁস হয়ে গেছে। এছাড়া জানা গেছে, ডিভাইসটি Flipkart থেকে পাওয়া যাবে। উল্লেখ্য, Oppo Find N2 Flip কিছুদিন আগেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ভারতেও ফোনটি একই প্রসেসর সহ আসবে বলে আমাদের অনুমান।

Oppo Find N2 Flip এর সম্ভাব্য দাম

আগেই বলেছি ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ইতিমধ্যেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। যুক্তরাজ্যে এর দাম রাখা হয়েছে ৮৪৯ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৮৩,৭০০ টাকা)। এদিকে টিপস্টার সুধাংশু আম্বোরে দাবি করেছেন যে, ভারতে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ এর দাম প্রায় ৮০,০০০ টাকা থেকে শুরু হতে পারে।

এই মূল্য রাখা হতে পারে Oppo Find N2 Flip এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। আগামী ১৬ মার্চ থেকে এর বিক্রি শুরু হবে। তবে এখন থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটির Limited Edition Pass -ও উপলব্ধ।

Oppo Find N2 Flip এর স্পেসিফিকেশন

ভারতে ওপ্পো ফাইন্ড এন ২ ফ্লিপ স্পেসিফিকেশন গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ হতে পারে। এর গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.০। ফোনটি ৬.৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে‌ সহ এসেছে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করে। আবার এতে রয়েছে ৩.২৬ ইঞ্চির সেকেন্ডারি ওএলইডি ডিসপ্লে, এর রিফ্রেশ রেট ৬০ হাটর্জ। প্রাইমারি ডিসপ্লের ব্রাইটনেস ৯০০ নিটস এবং এতে গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য ওপ্পো ফাইন্ড এন ২ ফ্লিপ ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। ফোনটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ছবির মান ভালো করতে ব্যবহার করা হয়েছে ম্যারিসিলিকন এক্স ইমেজিং এনপিইউ চিপসেট।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo Find N2 Flip ফোনে ৪৪ ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট। আর সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।