অসামান্য ছবি তোলার ক্ষমতা নিয়ে লঞ্চ হল Oppo Find X6 সিরিজ, ফিচার্স সত্যিই তাক লাগিয়ে দেবে

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক টিজার প্রকাশের পর এবার ওপ্পো অবশেষে তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X6 সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। প্রত্যাশামতোই, এই লাইনআপের অধীনে দুটি মডেল চীনের বাজারে পা রেখেছে Oppo Find X6 এবং Oppo Find X6 Pro। তার মধ্যে Pro মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট এবং ১-ইঞ্চির প্রাইমারি ক্যামেরার মতো একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্যের সাথে এসেছে৷ এদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X6 মডেলটি MediaTek Dimensity 9200 চিপ এবং প্রো ভ্যারিয়েন্টের সামান্য ডাউনগ্রেড ক্যামেরা অফার করে। আসুন তাহলে ওপ্পোর এই নতুন প্রিমিয়াম স্মার্টফোনগুলির সকল স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷

Oppo Find X6 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন

প্রথমেই আসি ডিজাইনের প্রসঙ্গে। ওপ্পো ফাইন্ড এক্স৬ লাইনআপের মডেলগুলিতে গত দু’বছরের এক্স সিরিজের ফোনগুলির তুলনায় একটি ভিন্ন ডিজাইন দেখা যায়। ফাইন্ড এক্স৬ এবং ফাইন্ড এক্স৬ প্রো- উভয় মডেলের ব্যাক প্যানেলের কেন্দ্রে বিশালাকার ‘অরিও’ কুকির আদলে একটি ক্যামেরা মডিউল অবস্থান করছে। আর ফোনগুলির সামনে রয়েছে কার্ভড ডিসপ্লে এবং এগুলি কার্ভড ফ্রেমও অফার করে।

স্পেসিফিকেশন ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ওপ্পো ফাইন্ড এক্স৬ ভ্যারিয়েন্টটি ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে, আর প্রো সংস্করণটিতে বড় ৬.৮২ ইঞ্চি স্ক্রিন রয়েছে। উভয়ই ১০ বিট ওলেড (OLED) প্যানেল তবে তাদের বৈশিষ্ট্য আলাদা। ফাইন্ড এক্স৬-এর ডিসপ্লেটি ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন, ৪০ হার্টজ-১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৪০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে, ফাইন্ড এক্স৬ প্রো-এর স্ক্রিনটি ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশনের পাশাপাশি ১ হার্টজ-১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

এছাড়াও, প্রো ফোনটি আরও শক্তিশালী কারণ এটি নন-প্রো হ্যান্ডসেটের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেটের পরিবর্তে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। তবে, উভয় ফোনই এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউইফএস ৪.০ স্টোরেজের সাথে এসেছে। ওপ্পো ফাইন্ড এক্স৬ সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৩.১ (ColorOS 13.1) ইউজার ইন্টারফেসে রান করে। এই মডেলগুলি ৪টি অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের নিরাপত্তা আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওপ্পো।

ফটোগ্রাফির জন্য, Oppo Oppo Find X6 সিরিজের স্মার্টফোনগুলি হ্যাসেলব্লাড (Hasselblad)-চালিত ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেলফি ক্যামেরা সহ এসেছে৷ এগুলি চিত্র প্রক্রিয়াকরণের জন্য মারিসিলিকন এক্স (MariSilicon X) এনপিইউ ব্যবহার করে। জানিয়ে রাখি, Oppo Find X6 Pro-এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৮ প্রাইমারি সেন্সর এবং অটো ফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ পেরিস্কোপ সেন্সর অবস্থান করছে। অন্যদিকে, রেগুলার সংস্করণটি একই রকম ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে এসেছে, তবে এর প্রাথমিক এবং আল্ট্রা-ওয়াইড সেন্সরগুলি হল, যথাক্রমে সনি আইএমএক্স৮৯০ এবং স্যামসাং জেএন১।

এছাড়া, Oppo Find X6 সিরিজের ফোনগুলি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ইনফ্রারেড সেন্সর অফার করে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Find X6 Pro-এ ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যদিও, Find X6-এ সামান্য ছোট ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X6 সিরিজের দাম এবং লভ্যতা

Oppo Find X6 Pro চীনের বাজার ব্ল্যাক, গ্রীন এবং ব্রাউন (লেদার)- এর মতো কালার অপশনগুলিতে উপলব্ধ। ডিভাইসটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, এগুলির দাম হল –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭২,১০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৮,১০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮৪,১০৫ টাকা)।

অপরদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X6 মডেলটিকে ব্ল্যাক, গ্রীন ও গোল্ড – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এটি চীনে দুটি কনফিগারেশনে পাওয়া যায়, এগুলির দাম –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৪,১০০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬০,১০০ টাকা)।