হ্যাসেলব্লাডের ক্যামেরার সাথে স্ন্যাপড্রাগন প্রসেসর, Oppo Find X6 Pro বাজার মাতাতে আসছে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো যে তাদের পরবর্তী প্রজন্মের Oppo Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি শীঘ্রই দেশীয় বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে, তা বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল। আর এখন এই সিরিজের “Pro” মডেলটির মূল স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে। এক সুপরিচিত টিপস্টার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন। জানা যাচ্ছে, Oppo Find X6 Pro ওলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ, অঘোষিত Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। চলুন এই আসন্ন ওপ্পো হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন Oppo Find X6 Pro Expected Specifications

টিপস্টার যোগেশ ব্রার সম্প্রতি টুইটারে নতুন হাই-এন্ড ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। তার টুইট অনুযায়ী, ফাইন্ড সিরিজের এই ফোনটি ৬.৭ ইঞ্চির বড় ই৬ ওলেড (E6 OLED) ডিসপ্লের সাথে আসবে, যা উচ্চ ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X6 Pro-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি ৫০ মেগাপিক্সেলের জুম ক্যামেরা অবস্থান করবে। এর প্রাইমারি ক্যামেরাটি সনি আইএমএক্স৯৮৯ সেন্সর হবে বলেই মনে করা হচ্ছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। উল্লেখযোগ্যভাবে, রিয়ার ক্যামেরাটি প্রখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা টিউনিং করা হবে বলেও জানা গেছে। এছাড়া, এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Find X6 Pro-তে একটি বড় ১ ইঞ্চির প্রাইমারি সেন্সর থাকবে, যা টিপস্টারও তার টুইটে সমর্থন করেছেন।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Find X6 Pro শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে মনে রাখবেন যে, এটি একটি অসমর্থিত রিপোর্ট, তাই উল্লেখিত তথ্যগুলি কতটা সত্য তা সময়ই বলতে পারবে। যদিও, আশা করা হচ্ছে খুব শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে Oppo Find X6 সিরিজটির বিষয়ে জানানো হবে।