ছবি উঠবে DSLR এর মতো, Oppo Find X6 Pro ফোনের ক্যামেরা ফিচার ফাঁস

ওপ্পো (Oppo) তাদের সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-এর ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11 লঞ্চের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজস্ব প্রিমিয়াম মডেল Oppo Find X6 সিরিজের বিকাশও চালিয়ে যাচ্ছে। যা ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে বাজারে আসবে বলে জানা গেছে। আর এর সাথেই এখন Oppo Find X6 Pro মডেলটির সম্পর্কেও একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে। বেশ কিছুদিন আগে ওই প্রো ভ্যারিয়েন্টের ক্যামেরা সেটআপের ফিচার প্রকাশ হয়েছিল। সূত্রের দাবি ছিল, Find X6 Pro-এ সনি (Sony)-এর তিনটি ৫০ মেগাপিক্সেলের স্ন্যাপার সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে। একই জায়গা থেকে এবার ওই সেন্সরগুলির সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ পেয়েছে।

ফাঁস হল Oppo Find X6 Pro-এর ক্যামেরার বিশদ বিবরণ

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো প্রকৃতপক্ষে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আসবে। কিন্তু প্রত্যেকটি সেন্সরের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য থাকবে। প্রথমত, প্রধান ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটি হল একটি সনি আইএমএক্স৯৮৯ সেন্সর যার আকার ১ ইঞ্চি৷ এটি এফ/১.৮ অ্যাপারচার, ৭পি লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাথে আসবে। ফোকাল লেন্থ ২৩ মিলিমিটার সমতুল্য হবে। অন্যদিকে, সেকেন্ডারি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি একটি সনি আইএমএক্স৮৯০ আল্ট্রাওয়াইড লেন্স। এটি ১/১.৫৬ সেন্সর যা এফ/২.২ অ্যাপারচার সাপোর্ট করে।

আবার, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর টেলিফটো লেন্সে সনি আইএমএক্স৭৬৬ বা সনি আইএমএক্স৮৯০ স্ন্যাপার থাকবে। তবে যেই সেন্সরই থাকুক না কেন, এটি ৩x জুম এবং ৬৪ মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ সহ একই রেজোলিউশনের হবে। টেলিফটো লেন্স ওআইএস-এর সাথে আসবে এবং এই স্ন্যাপারের অ্যাপারচার হবে এফ/২.৬।

সেলফি ক্যামেরার জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেন্সর উপস্থিত থাকবে। এই ক্যামেরাটি ওপ্পো রেনো সিরিজের কিছু ফোনে ব্যবহার করা হয়েছে এবং সেলফির জন্য এর মান ভাল। এর আগে ফাঁস হওয়া বেশ কিছু রেন্ডার অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর ক্যামেরা আইল্যান্ডের প্রধান ডিজাইনে পরিবর্তন আসবে। আগের সাইড আইল্যান্ডের পরিবর্তে, ফোনের কেন্দ্রে একটি বড় বৃত্তাকার মডিউল দেখা যেতে পারে। তবে, এই রেন্ডার/কনসেপ্টগুলি সঠিক কিনা তা সময়ই বলতে পারবে।

উল্লেখ্য, Oppo Find X6 Pro-এর ক্যামেরাগুলি হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা টিউনিং করা হবে। এতে মারিসিলিকন এক্স (MariSilicon X) এনপিইউ-ও থাকবে যা ফোনের এআই (AI) ক্ষমতাকে উন্নত করবে। এছাড়া জানা গেছে যে, ফোনটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে।