Delhi Fire: দিল্লিতে ইলেকট্রিক গাড়ির পার্কিং লটে ভয়াবহ আগুন, শতাধিক যানবাহন পুড়ে ছাই

আজ বুধবার রাজধানী দিল্লিবাসী ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো। দিল্লির এক বৈদ্যুতিক গাড়ি পার্কিং লটে আগুন লাগে। পুড়ে ভস্মীভূত হয়ে যায় শতাধিক যানবাহন। যার মধ্যে ছিল বৈদ্যুতিক গাড়িও। ঘটনাটি ঘটে দিল্লির জামিয়া নগর মেট্রো স্টেশন সংলগ্ন মেইন টিকোনা পার্কে। এএনআই সূত্রে খবর, নিদেনপক্ষে ৮০টি ইলেকট্রিক রিক্সা সহ ১০টি গাড়ি এবং ২টি টু-হুইলার সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রসঙ্গে দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ বলেন, “বুধবার ভোর ৫টা নাগাদ আগুন লাগে।” যদিও দমকল বিভাগ আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানতে পারেনি।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে উপস্থিত হয় ১১টি দমকলের ইঞ্জিন। দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল সূত্রের দাবি, প্রায় ৯৩টি গাড়িতে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, তা নিভে যাওয়ার পর কয়েকটি গাড়িকে শনাক্ত পর্যন্ত করা যায়নি।

এদিন ১০টি গাড়ি, ১টি মোটরসাইকেল, ২টি স্কুটার, ৩০টি নতুন ইলেকট্রিক রিকশা, এবং ৫০টি পুরনো বৈদ্যুতিক রিকশায় আগুন লাগে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হননি।