কম্পিউটার-ল্যাপটপ লজ্জা পাবে! Oppo-র নতুন স্মার্টফোনে র‍্যামের পরিমাণ জানেন?

ওপ্পো (Oppo) মার্চের শেষের দিকে স্ট্যান্ডার্ড এবং ‘Pro’ ভ্যারিয়েন্ট সমন্বিত ফ্ল্যাগশিপ Find X6 সিরিজ চীনে লঞ্চ করতে চলেছে। সম্প্রতি Oppo Find X6 Pro-এর একাধিক লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে এবং এর স্পেসিফিকেশনগুলিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর এখন আসন্ন স্মার্টফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর পারফরম্যান্সের পাশাপাশি আরও কিছু মূল বিবরণ প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Find X6 Pro-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেস

ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো ফোনটি গিকবেঞ্চ ডেটাবেসে PGEM10 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুযায়ী, হ্যান্ডসেটটিতে ব্যবহৃত মাদারবোর্ডের কোডনেম ‘কালামা’ (Kalama), যা কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে মিলে যায়।

এই প্রসেসরে মোট আটটি কোর রয়েছে, যার তিনটি কোর ২.০২ গিগাহার্টজে, চারটি কোর ২.৮০ গিগাহার্টজে এবং একটি প্রাথমিক কোর ৩.১৯ গিগাহার্টজে রান করে। বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ফাইন্ড এক্স৬ প্রো-এ ১৬ জিবি র‍্যাম পাওয়া যাবে, তবে লঞ্চের সময় এর আরও বিকল্প বাজারে আসবে বলে আশা করা যায়। বেঞ্চমার্ক ডেটাবেস অনুসারে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Oppo Find X6 Pro গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ১,৪৬৮ এবং ৪,৯০৩ পয়েন্ট স্কোর করেছে। এগুলি ছাড়া, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটি নয়া ওপ্পো স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে জানা গেছে যে, আসন্ন Find X6 Pro ২কে (2K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালার সহ ৬.৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে থাকবে৷ এটি ২,৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে বলে আশা করা হচ্ছে।

আবার কোম্পানি Find X6 Pro-এর ডাইমেনসিটি প্রসেসর এডিশনও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। যা কিছু দিন আগে টেনা (TENAA)-তে উপস্থিত হয়েছিল, যা প্রকাশ করেছে যে এটি ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে। এই ভ্যারিয়েন্টটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে।