ওরিও ডিজাইনের ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে Oppo Find X6 Pro, ক্যামেরায় হার মানবে সবাই

Oppo Find X6 Pro আগামী ২১শে মার্চ লঞ্চ হতে চলেছে

আগামী ২১শে মার্চ একটি লঞ্চ ইভেন্টে বহুল প্রত্যাশিত Find X6 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে Oppo। এক্ষেত্রে সংস্থাটি ওই দিনে একাধিক ডিভাইস একত্রে উন্মোচন করতে চললেও, Oppo Find X6 Pro মডেলটি ইভেন্টের প্রধান আকর্ষণ হবে বলে আশা করা হচ্ছে। কেননা সম্প্রতি ফোনটির একটি হ্যান্ডস-অন ছবি ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে ডিভাইসটিকে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ সহ অভিনব ‘Oreo’ ক্যামেরা মডিউল ডিজাইনের সাথে দেখা গিয়েছে। এক্ষেত্রে ক্যামেরা হাউজিংয়ের উপরের অংশটি গ্লসি ফিনিশিং যুক্ত গ্লাস এবং নিম্নভাগ ম্যাট ফিনিশিং সহ মেটাল দিয়ে তৈরি। আমাদের অনুমান, লঞ্চের পর এই ডিজাইনই সম্ভবত Oppo Find X6 Pro স্মার্টফোনকে বাজারে বিদ্যমান অন্যান্য মডেলের থেকে স্বতন্ত্রতা প্রদান করবে।

Oreo আকৃতির ক্যামেরা মডিউল সহ দেখা গেল Oppo Find X6 Pro স্মার্টফোনকে

প্রখ্যাত সুইডিশ ক্যামেরা নির্মাতা ব্র্যান্ড হ্যাসেলব্লাড (Hasselblad) -এর সাথে অংশীদারিত্বে ওপ্পো তাদের আপকামিং ফাইন্ড এক্স৬ প্রো ফোনের ক্যামেরা মডিউল তৈরি করেছে। এক্ষেত্রে মডিউলের ঠিক মধ্যিখানে হ্যাসেলব্লাডের লোগো খোদাই করা দেখা গিয়েছে। তদুপরি, ডিভাইসের ক্যামেরা পারফরম্যান্স আরো উন্নত করতে Oppo Find X6 Pro ফোনে মারিসিলিকন এক্স (MariSilicon X) চিপ ব্যবহার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

Oppo Find X6 Pro

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) বলেছেন, আসন্ন Find X6 সিরিজের এই ‘প্রো’ মডেলের ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা বিদ্যমান থাকবে। এই ক্যামেরাগুলি সম্ভবত – ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর এবং ২টি ৫০ মেগাপিক্সেল IMX890 সহায়ক লেন্স হবে। আর ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 ফ্রন্ট-ফেসিং শুটার উপস্থিত থাকতে পারে।

যাইহোক পূর্বে প্রকাশিত রিপোর্টে, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো স্মার্টফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার কথা উল্লেখ ছিল। এক্ষেত্রে ডিভাইসটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) -তে ১.২০ মিলিয়নেরও অধিক পয়েন্ট স্কোর করায়, অন্যতম একটি হাই-পারফর্মিং ডিভাইস হওয়ার শিরোনাম অর্জন করবে বলে আশা করছেন কিছু টেক বিশ্লেষক। এছাড়া, এই আসন্ন ওপ্পো ফোনটি ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে।

প্রসঙ্গত ২১শে মার্চ অনুষ্ঠিত হতে চলা ইভেন্টে, ফাইন এক্স৬ প্রো মডেলটি ছাড়াও রেগুলার Oppo Find X6 ফোন এবং Oppo Pad 2 ট্যাবলেট লঞ্চ করা হবে। উভয় ডিভাইসই সর্বশেষ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া Oppo Enco Free 3 নামের একটি ওয়্যারলেস হেডফোনের উপর থেকেও পর্দা সরানো হবে বলে জানা যাচ্ছে।