2022-এর জানুয়ারিতে সর্বাধিক বিক্রিত পাওয়ারফুল বাইকের তালিকা দেখে নিন

গত মাসে কম মূল্যের পাশাপাশি দামি বাইকের বিক্রিও সামগ্রিকভাবে কমেছে। পারফরম্যান্স-কেন্দ্রিক দ্রুত গতিসম্পন্ন দু’চাকা গাড়ির বিক্রিতেও মিশ্র চিত্র‌। জানুয়ারিতে এই ধরনের সর্বাধিক বিক্রিত বাইকে Royal Enfield 650 Twins, Interceptor ও Continental মডেল মিলিয়ে ৬৫০ সিসির মোট ১২৩৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের জানুয়ারির থেকে ৫৪টি কম।

দ্বিতীয় স্থানে থাকা Kawasaki Z900 নেকেড রেসিং বাইক ৫৭ জন নতুন ক্রেতা খুঁজে পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রিতে ১৪ শতাংশ উত্থান। তার পরেই রয়েছে Triumph Trident ও Tiger রেঞ্জ। বিক্রি হয়েছে যথাক্রমে ২৫ ও ২২টি।

Honda CB650R গত মাসে ২০টি বিক্রি হয়েছে। এর ফলে এটি তালিকায় পঞ্চম স্থানে। একই সময়ে Ninja 650 ও নতুন প্রজন্মের Hayabusa বাইকের ১৮টি করে ইউনিট বেচেছে কাওয়াসাকি। তুলনাস্বরূপ, ২০২১-এর জানুয়ারিতে ৩৯ ইউনিট Kawasaki Ninja 650 বিক্রি হয়েছিল।

আবার Harley Davidson Sportster S, Ninja 1000SX এবং Triumph Street Triple সপ্তম স্থান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। বাইকগুলির ১৪টি করে ইউনিট বিক্রি হয়েছে গত মাসে। অন্য দিকে, Kawasaki ZX-10R এবং Triumph Rocket 3 মোট ১৩টি করে বিক্রি হয়েছে।