Categories: Mobiles

ক্যামেরার জোরে বাজার কাঁপাবে Oppo Find X7 সিরিজ, এই তথ্যগুলো আগে জানতেন

ওপ্পো (Oppo) তাদের Find X7 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। বর্তমানে কোম্পানিটি ক্রেতাদের আকৃষ্ট করতে টিজারের মাধ্যমে আপকামিং ফোনগুলির সম্পর্কে নানান আকর্ষণীয় তথ্য প্রকাশ করছে। এমনই একটি পোস্টারে নিশ্চিত করা হয়েছে যে Find X7 সিরিজে সনি (Sony)-এর লেটেস্ট LYT-900 ১-ইঞ্চি ক্যামেরা সেন্সর থাকবে। এবার Oppo Find X7 এবং Find X7 Ultra-তে ব্যবহৃত সমস্ত ক্যামেরা সেন্সরগুলির নাম প্রকাশ হয়েছে। চলুন Find X7 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Oppo Find X7 এবং Find X7 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনা ব্র্যান্ড দ্বারা প্রকাশিত অফিশিয়াল পোস্টারটি ওপ্পো ফাইন্ড এক্স৭ সিরিজে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৯০০ ক্যামেরা সেন্সরের উপস্থিতি নিশ্চিত করেছে। বিশেষত, এটি ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর কোয়াড-ক্যামেরা সিস্টেমে প্রাইমারি ক্যামেরা হিসেবে কাজ করবে।

এর পাশাপাশি, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর ক্যামেরা সেটআপে এক জোড়া ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে আশা করা হচ্ছে, যেগুলি যথাক্রমে ৩x এবং ৬x অপটিক্যাল জুম অফার করবে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, পেরিস্কোপ ক্যামেরাগুলি যথাক্রমে সনি আইএমএক্স৮৯০ এবং আইএমএক্স৮৫৮ ক্যামেরা সেন্সর হবে। আল্ট্রা-ওয়াইড শট ক্যাপচার করার জন্য, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X7-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যার সাথে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত থাকবে। সহায়ক ক্যামেরাগুলি যথাক্রমে Samsung JN1 এবং OmniVision OV64B সেন্সর ব্যবহার করে।

ইতিমধ্যেই জানা গেছে যে, Oppo Find X7 ফোনটি MediaTek Dimensity 9300 চিপসেট দ্বারা চালিত হবে, যেখানে Oppo Find X7 Ultra মডেলে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপটি থাকতে পারে। এছাড়া X7 সিরিজের তৃতীয় মডেল, Oppo Find X7 Ultra-এর স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সনটি Find X7 Ultra-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। শুধু এতে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে দ্বি-মুখী স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি থাকবে। Oppo Find X7 সিরিজ আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago