Oppo find x7 Honor magic 6 series satellite communication

নেটওয়ার্ক না থাকলেও কুছ পরোয়া নেহি! সিম ছাড়াই কল-মেসেজের সুবিধা আনছে Oppo ও Honor

অনর এবং ওপ্পো খুব শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Honor Magic 6 ও Oppo Find X7 সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এলেও, লঞ্চ প্রসঙ্গে অনর বা ওপ্পো কেউ এখনও মুখ খোলেনি। এই হাই-এন্ড ডিভাইসগুলির সম্পর্কে এবার আরও কিছু তথ্য সামনে এসে উত্তেজনা বাড়িয়েছে।

Honor Magic 6 এবং Oppo Find X7 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, অনর ম্যাজিক ৬ এবং ওপ্পো ফাইন্ড এক্স৭ উভয় প্রিমিয়াম গ্রেড স্মার্টফোন সিরিজে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তির জন্য একটি মিনি চিপসেট, সেল্ফ ডেভেলপ করা লো পাওয়ার কলিং প্রযুক্তি এবং উন্নত কর্মক্ষমতার জন্য হিট ডিসিপেশন সিস্টেম যুক্ত থাকবে।

প্রসঙ্গত, লো পাওয়ার কলিং নামের ফিচারটি সম্ভবত স্যাটেলাইট কমিউনিকেশনের পাশাপাশি একটি জরুরি যোগাযোগ পদ্ধতি হিসাবে অনর এবং ওপ্পোর ফোনে পাওয়া যাবে। অনর ম্যাজিক ৬ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের মতো শক্তিশালী চিপের সাহায্যে হিট ডিসিপেশন প্রযুক্তিটি দীর্ঘ সময়ের জন্য হাই পারফরম্যান্স বজায় রাখতে লো থার্মাল থ্রটলিংকে সাহায্য করবে।

উল্লেখযোগ্যভাবে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন পুনরায় Oppo Find X7 সিরিজে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট থাকার দাবিটির ওপর জোর দিয়েছেন। এছাড়া টিপস্টারের মতে, Honor Magic 6 এবং Oppo Find X7 সিরিজে হাই এন্ড ইমেজ প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, স্ট্যান্ডার্ড Oppo Find X7 মডেলটি MediaTek Dimensity 9300 প্রসেসর দ্বারা চালিত হবে, আর উচ্চতর Oppo Find X7 Pro ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে আসবে।