১০ মিনিটে অর্ধেক চার্জ, Oppo K11 আজ তুখোড় ফিচার সহ মিড রেঞ্জে লঞ্চ হচ্ছে

Oppo আজ অর্থাৎ ২৫ জুলাই Oppo K11 লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট সুপার…

Oppo আজ অর্থাৎ ২৫ জুলাই Oppo K11 লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি থাকবে। আর লঞ্চের কিছুক্ষণ আগে আজ ব্র্যান্ডটি আরও জানিয়েছে যে, Oppo K11 ফোনের ব্যাটারি ফুল চার্জে ১৮ ঘন্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে। আর ডিভাইসটি ১০ মিনিটে ৫০ শতাংশ এবং ২৬ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

Oppo K11 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পো কে১১ ফোনে ৬.১১ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর, ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য ওপ্পো কে১১ ডিভাইসে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা।

এছাড়া Oppo K11 ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এনএফসি, ডুয়েল স্টেরিও স্পিকার, গ্রাফাইট কুলিং সিস্টেম ও হাইপার বুস্ট গেমিং ফ্রেম রেট স্টেবিলাইজেশন ইঞ্জিন ইত্যাদি।