চ্যাম্পিয়ন ফোন, Oppo K11 দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল

আজ অর্থাৎ ২৫শে জুলাই Oppo K11 চীনের বাজারে লঞ্চ হল। ফোনটির ফিচারসমূহ অনেকটা OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের মতো। যদিও মডেল দুটির রিয়ার প্যানেল…

আজ অর্থাৎ ২৫শে জুলাই Oppo K11 চীনের বাজারে লঞ্চ হল। ফোনটির ফিচারসমূহ অনেকটা OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের মতো। যদিও মডেল দুটির রিয়ার প্যানেল ডিজাইন এবং চার্জিং ক্যাপাসিটিতে পার্থক্য লক্ষণীয়। অর্থাৎ Oppo K11 যেখানে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেখানেই OnePlus Nord CE 3 5G এসেছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি সহ। অন্যান্য ফিচারের কথা বললে, Oppo K11 হ্যান্ডসেটে FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, গ্রাফাইট হিট ডিসিপশন ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি পাওয়া যাবে। চলুন এবার নয়া Oppo K11 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।

Oppo K11 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো কে১১ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪১২ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২১৬০ হার্টজ PWM হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং P3 ওয়াইড কালার গ্যামেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬-মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থিত। এই ফ্রন্ট ক্যামেরা, ৩০এফপিএস রেটে ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে সমর্থ। আবার ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী ৩০ এফপিএস রেটে ৪কে রেজোলিউশন ভিডিও রেকর্ডিং অফার করে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Oppo K11 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি GB UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, উক্ত ফোনের উচ্চতর স্টোরেজ ভ্যারিয়েন্ট (১২ জিবি+৫১২ জিবি) AnTuTu বেঞ্চমার্কে ৭১৯,৭০২ পয়েন্ট স্কোর করেছে। ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। এদিকে কে১১-সিরিজের এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন চালিত।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K11 ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি অনুসারে, ইন-বক্স ১০০ ওয়াট চার্জার ব্যবহার করে এই ব্যাটারিকে মাত্র ২৬ মিনিটের মধ্যে ফুল চার্জ করা সম্ভব। উপরন্তু, ১৬০০ চার্জ-ডিসচার্জ সার্কেলের মধ্যে দিয়ে গেলেও এই ব্যাটারি কার্যকারিতা একই থাকবে। তাই, দীর্ঘ চার বছর একটানা ব্যবহারের পরেও ব্যাটারিতে কোনো সমস্যা দেখে দেবে না। খর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেটে গ্রাফাইট হিট ডিসিপিশন ইউনিট রয়েছে। এতে বড় আকারের লিকুইড-কুলড ভেপার চেম্বার হিটসিঙ্কও উপস্থিত, যার পরিমাপ ৪১২৯mm²। কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি, একটি আইআর ব্লাস্টার, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত৷ এটি – ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম এবং একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর সহ এসেছে। Oppo K11 স্মার্টফোন ৮.২৩ মিমি পুরু এবং ওজনে ১৮৪ গ্রাম।

Oppo K11 এর দাম

চীনের বাজারে ওপ্পো কে১১ স্মার্টফোনকে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ১,৮৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,৭০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা) ও ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৫০০ টাকা) রাখা হয়েছে। এটিকে – মুন শ্যাডো গ্রে এবং গ্লেসিয়ার ব্লু কালার বিকল্পে পাওয়া যাবে।

Oppo K11 বর্তমানে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ১লা আগস্ট থেকে এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।