Oppo K12-এর লঞ্চ ডেট ঘোষণা হয়ে গেল, থাকবে 5500mah ব্যাটারি ও 100W চার্জিং

সম্প্রতি বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে যে, ওপ্পো শীঘ্রই চীনে Oppo K12 নামক একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। ফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চললেও,…

সম্প্রতি বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে যে, ওপ্পো শীঘ্রই চীনে Oppo K12 নামক একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। ফোনটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চললেও, এতদিন ব্র্যান্ডের পক্ষ থেকে এটির সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে আজ, ওপ্পোর চীনা শাখা অবশেষে হোম মার্কেটে Oppo K12 লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি চলতি সপ্তাহেই চীনা বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের তারিখ প্রকাশের পাশাপাশি Oppo K12-এর রিয়ার ডিজাইন এবং রঙের বিকল্পগুলিওথ নিশ্চিত করেছে ব্র্যান্ড। কেমন হতে চলেছে ওপ্পোর পরবর্তী K-সিরিজের ফোনটি, আসুন জেনে নেওয়া যাক।

Oppo K12 চলতি সপ্তাহেই আসছে বাজারে

ওপ্পো একটি অফিসিয়াল টিজার প্রকাশ করে ঘোষণা করেছে যে, ওপ্পো কে12 ফোনটি আগামী 24 এপ্রিল চীনা বাজারে উন্মোচন করা হবে। এছাড়াও, টিজারটি থেকে জানা গেছে যে, এই ডিভাইসটি ব্ল্যাক ও গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে এবং এর রিয়ার প্যানেলে উল্লম্বভাবে সজ্জিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে।

এর পাশাপাশি একটি টিজার ভিডিও থেকে জানা গেছে যে, ওপ্পো কে12-এ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। যদিও কোম্পানি এই নতুন হ্যান্ডসেটটির ডিজাইন প্রকাশ করেছে, তবে তারা এখনও এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু নিশ্চিত করেনি। কিন্তু সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওপ্পো কে12 হবে সহযোগী ব্র্যান্ড ওয়ানপ্লাস-এর সাশ্রয়ী মূল্যের নর্ড সিই 4 5জি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ, যা সম্প্রতি ভারতে আত্মপ্রকাশ করেছে।

Oppo K12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওপ্পো কে12-এ ওয়ানপ্লাস-এর নর্ড সিই 4 5জি-এর মতো একই স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটিও 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেটে চলবে, যা এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত থাকবে৷ অনুমান করা হচ্ছে যে, ওপ্পো কে12-এ 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি বিল্ট-ইন স্টোরেজ মিলবে, যেখানে, নর্ড সিই 4 ফোনটি সর্বাধিক 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo K12-এ 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। আর ফটোগ্রাফির জন্য, পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পরিশেষে, Oppo K12 অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14 সফ্টওয়্যার ভার্সনে রান করবে বলে আশা করা হচ্ছে।