Oppo K12: ফ্ল্যাগশিপ ক্যামেরা, সঙ্গে 100W ফাস্ট চার্জিং, বাজার কাঁপাতে আসছে ওপ্পোর নতুন ফোন

ওপ্পো বাজারে তাদের K-সিরিজের অধীনে এক নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Oppo K12। খুব সম্প্রতি আপকামিং ফোনটির চিপসেটের নাম প্রকাশ্যে এসেছে। আর…

ওপ্পো বাজারে তাদের K-সিরিজের অধীনে এক নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Oppo K12। খুব সম্প্রতি আপকামিং ফোনটির চিপসেটের নাম প্রকাশ্যে এসেছে। আর এখন Oppo K12 সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। সূত্রের দাবি একই ফিচার্সের সঙ্গে ওয়ানপ্লাসও (OnePlus) একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে।

চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-তে এক টিপস্টার দাবি করেছেন যে, ওপ্পো কে১২-এ ফ্ল্যাট ডিসপ্লে এবং রাইট-অ্যাঙ্গেল (ফ্ল্যাট) ফ্রেম থাকবে। অর্থাৎ এগুলি পূর্বসূরি, ওপ্পো কে১১-এর মতোই হবে। এছাড়াও, টিপস্টারের মতে, এটি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে এবং ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর থাকবে। এই স্পেসিফিকেশনগুলিও তার পূর্বসূরির অনুরূপ।

সূত্রটি আরও প্রকাশ করেছে যে, ফোনটি একটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭-সিরিজের চিপ দ্বারা চালিত হবে। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আগেই নির্দিষ্টভাবে জানিয়েছিলেন যে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকবে। অর্থাৎ, Oppo K12-এ একমাত্র বড় আপগ্রেড হবে ‘চিপসেট’। আবার প্রাইমারি ক্যামেরাতেও আপগ্রেড দেখা যেতে পারে। পরিশেষে, ওই চীনা টিপস্টারের দাবি, ডিভাইসটির দাম হবে প্রায় ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,১০০ টাকা), ঠিক তার পূর্বসূরির মতো।

টিপস্টার আরও উল্লেখ করেছেন যে একই স্পেসিফিকেশন সহ একটি ওয়ানপ্লাস স্মার্টফোনও বাজারে আসবে। যেহেতু, Oppo K11 চীনের বাইরে OnePlus Nord CE 3 হিসাবে লঞ্চ হয়েছিল, তাই Oppo K12-কে সম্ভবত বিশ্ব বাজারে OnePlus Nord CE 4 নামে রিব্র্যান্ড করা হবে।