Categories: Mobiles

Oppo K12 কম দামে দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, রয়েছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট

ওপ্পো (Oppo)-এর K-লাইনআপের নতুন সংযোজন হিসাবে চীনের বাজারে আজ (24 এপ্রিল) পা রাখলো Oppo K12 স্মার্টফোনটি। সদ্য লঞ্চ হওয়া এই ফোনটি এমাসের শুরুতে ভারতে আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 4 5G-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই এতে অনুরূপ স্পেসিফিকেশন রয়েছে। ফোনটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 চিপসেট, 15277 বর্গ মিলিমিটার গ্রাফাইট কুলিং সিস্টেম, একটি 4129 মিলিমিটার লিকুইড ভিসি এবং 5,500 এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন নতুন Oppo K12-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo K12-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওপ্পো কে12 ফোনে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি 120 হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর10+ সাপোর্ট এবং 1,100 নিট-এর পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য, ওপ্পো কে12-এর ডিসপ্লের নীচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেটটি রয়েছে, যা সর্বাধিক 12 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত। হাইব্রিড এসডি কার্ড স্লট ব্যবহার করে ফোনটির স্টোরেজ সম্প্রসারণ করা সম্ভব। ওপ্পো কে12 ডিভাইসে হিট ম্যানেজমেন্টের জন্য একটি 15,277 বর্গমিলিমিটার গ্রাফাইট কুলিং সিস্টেম এবং একটি 4,129 বর্গমিলিমিটার লিকুইড ভিসি উপস্থিত রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ওপ্পো কে12-এর ডুয়েল-ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের ইমেজ সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো কে12-এ 5,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট সুপারভুক (SuperVOOC) ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। ওপ্পো এই ফোনে তাদের ইন-হাউস ব্যাটারি হেল্থ ইঞ্জিন অন্তর্ভুক্ত করেছে, যা 4 বছরের আয়ুষ্কালের প্রতিশ্রুতি দিয়েছে। Oppo K12-এ একটি নতুন সফ্টওয়্যার টুল রয়েছে, যা ক্যাপচারের পরে ছবি থেকে অবাঞ্ছিত ব্যক্তি এবং বস্তু অপসারণ করতে সক্ষম।

এছাড়া, Oppo K12 ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে ColorOS 14 কাস্টম স্কিনে চলে। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54-সার্টিফাইড বিল্ড সহ এসেছে। এতে দুর্ঘটনাজনিত আঘাত থেকে বাঁচবার জন্য এসজিএস (SGS) গোল্ড লেবেল 5-স্টার ড্রপ-রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও রয়েছে। K12 স্টেরিও স্পিকার, 4D গেম ভাইব্রেশনের জন্য একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, মাল্টি-ফাংশনাল নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট, একটি আইআর ব্লাস্টার এবং 8টি অ্যান্টেনা সহ 360° 5G কভারেজ অফার করে। পরিশেষে ডিভাইসটি 8.37 মিমি স্লিম এবং এর ওজন 186 গ্রাম।

Oppo K12-এর মূল্য এবং উপলব্ধতা

চীনে Oppo K12 তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে 1,899 ইউয়ান (প্রায় 21,840 টাকা), 2,099 ইউয়ান (প্রায় 24,615 টাকা) এবং 2,499 ইউয়ান (প্রায় 29,310 টাকা)। ফোনটি ক্লিয়ার স্কাই এবং স্টারি নাইট কালার অপশনে পাওয়া যাবে। প্রসঙ্গত, ভারতের বাজারে OnePlus Nord CE 4 5G-এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago