Oppo k12 tipped to feature snapdragon 7 gen 3 chipset

Snapdragon 7 Gen 3 চিপসেটের প্রথম ফোন হতে পারে Oppo K12, দেশে আসবে OnePlus নামে

ওপ্পো (Oppo)-এর K-সিরিজটি হল একটি লো-মিড রেঞ্জের স্মার্টফোন লাইনআপ। কোম্পানিটি চীনের পাশাপাশি হাতেগোনা কিছু দেশে এই ব্র্যান্ডিংয়ের সাথে ফোন বিক্রি করে থাকে। তবে, চীনে বিক্রিত মডেলের তুলনায় আন্তর্জাতিক ভার্সন কিছুটা আলাদা। চীনা ভ্যারিয়েন্ট প্রতিযোগিতামূলক মূল্যে আরও ভালো বৈশিষ্ট্য অফার করে। Oppo K11 হল চীনের বর্তমান প্রজন্মের K-সিরিজের ফোন। এখন যার উত্তরসূরি মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে সংস্থা। তবে তার আগেই এখন Oppo K12-এর প্রসেসরের নাম অনলাইনে ফাঁস হয়েছে।

Oppo K12-এ পূর্বসূরির মতোই Qualcomm প্রসেসরের সাথে আসবে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, নতুন ওপ্পো কে১২-এ Qualcomm SM7500 মডেল নম্বর যুক্ত চিপসেট ব্যবহার করা হবে। এই মডেল নম্বরটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরের সাথে যুক্ত। বর্তমানে, এই চিপসেট দ্বারা চালিত কোনও হ্যান্ডসেট বাজারে নেই।

প্রসেসর সম্পর্কে ইঙ্গিত দেওয়া ছাড়া, টিপস্টার ওপ্পো কে১২-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেননি। তবে, তিনি তার পোস্টের একটি কমেন্টের উত্তরে ইঙ্গিত দিয়েছেন যে, দাম অনুযায়ী হ্যান্ডসেটটির পারফরম্যান্স যথাযথ হলেও, এর ডিসপ্লেটি তেমন আকর্ষণীয় হবে না।

তুলনামূলকভাবে দেখলে, এর পূর্বসূরি Oppo K11-এ ২,৪১২ x ১,০৮০ পিক্সেল (ফুলএইচডি+) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ফোনটি Qualcomm Snapdragon 782G চিপেসেট দ্বারা চালিত। এটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

এছাড়া, ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট। Oppo K11 বিশ্ববাজারে OnePlus Nord CE 3 নামে লঞ্চ হয়েছে। তাই, আসন্ন Oppo K12-কে গ্লোবাল মার্কেটে OnePlus Nord CE 4 হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।