Categories: Mobiles

Oppo K12X বাজেটের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে বড় ব্যাটারি

আজ চীনের বাজারে আত্মপ্রকাশ করলো Oppo K12x। এই নতুন স্মার্টফোন ২০২৩ সালে লঞ্চ হওয়া Oppo K11X মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। এটি একটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট। ফিচার হিসাবে এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ OLED টাচস্ক্রিন, কোয়ালকমের প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাইব্রিড ডুয়াল সিম সাপোর্টও উপলব্ধ। চলুন এবার Oppo K12x ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo K12x স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওপ্পো কে১২এক্স স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট. ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ৬ এনএম ফ্যাব্রিকেশন নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ প্রি-লোডেড আছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo K12x ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.৪)।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নতুন Oppo K12x ফোন – ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, স্টেরিও স্পিকার সিস্টেম, হাইব্রিড ডুয়াল সিম সাপোর্টের সাথে লঞ্চ হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ৫জি, ডুয়েল ৪জি VoLTE, ওয়াই-ফাই ৬ ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। Oppo K12x ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপলব্ধ, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬২.৯×৭৫.৬×৮.১ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।

Oppo K12x স্মার্টফোনের দাম

Oppo K12X স্মার্টফোন তিনটি স্টোরেজ অপশনের সাথে এসেছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,০০০ টাকা) রাখা হয়েছে। এছাড়া উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৩০০ টাকা) ও ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৮০০ টাকা) রাখা হয়েছে।

ডিভাইসটি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২০ই মে থেকে চীনের বাজারে এর বিক্রি শুরু হবে। এই ফোন ভারত বা বিশ্ববাজারে কবে আত্মপ্রকাশ করবে তা এখনো জানা যায়নি।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

9 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

53 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago