Vivo X80, Vivo X80 Pro আসছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ, লঞ্চের আগে ফাঁস হল ফিচার

চলতি মাসের শেষের দিকেই চীনের বাজারে ভিভো লঞ্চ করতে পারে তাদের Vivo X80 ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন গুলি। এই সিরিজের অধীনে Vivo X80, Vivo X80 Pro এবং Vivo X80 Pro+ – এই তিনটি মডেল বাজারে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই এখন এক চীনা টিপস্টার Vivo X80 এবং X80 Pro স্মার্টফোন দুটির প্রধান স্পেসিফিকেশনগুলি সামনে এনেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, এই দুই ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যাবে। তাহলে আসুন আপকামিং Vivo X80 এবং X80 Pro- এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo X80, X80 Pro Expected Specifications)

আসন্ন ভিভো এক্স৮০ এবং এক্স৮০ প্রো- তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ই৫ কার্ভড এজের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সিরিজের বেস মডেলের ডিসপ্লেতে ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। অন্যদিকে, প্রো মডেলের স্ক্রিনে কোয়াড এইচডি+ রেজোলিউশন এবং লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, উভয় ডিভাইসই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট ব্রাইটনেস এবং একটি অতি-পাতলা ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (প্রো মডেলে আল্ট্রাসনিক) অফার করবে। উভয় ডিভাইসই মিডিয়াটেকের লেটেস্ট ডাইমেনসিটি ৯০০০ ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এই মডেলগুলিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

Vivo X80 সিরিজের আসন্ন দুই ফোনেরই সামনে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৬ ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখতে পাওয়া যাবে। তবে রিয়ার ক্যামেরা মডিউলের ক্ষেত্রে হ্যান্ডসেট দুটির মধ্যে সামান্য পার্থক্য থাকবে। Vivo X80 মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২× জুম সহ ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ টেলিফোটো / পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে৷ আবার, Vivo X80 Pro-এর রিয়ার ক্যামেরা ইউনিটে অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন১ প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ আল্ট্রাওয়াইড লেন্স, ২× অপটিক্যাল জুম ও গিম্বল ওআইএস সাপোর্ট সহ একটি সনি আইএমএক্স৬৬৩ পোর্ট্রেট লেন্স এবং ৫× জুম ও ওআইএস সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যেখানে Vivo X80 Pro-তে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এই দুটি ডিভাইসই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আসবে। এই আসন্ন ভিভো ফোনগুলির অন্যান্য ফিচারগুলির মধ্যে পাওয়া যাবে- ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের জন্য স্কট ৩ডি (Schott 3D) গ্লাসের সুরক্ষা, ৪,৩০০ এমএম² ভিসি লিকুইড-কুলড সোকিং প্লেট, ডুয়েল স্টেরিও স্পিকার, এনএফসি, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, আইআর ব্লাস্টার এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৩ (X80) /আইপি৬৮ (X80 Pro) রেটিং। সর্বোপরি, দুটি মডেলই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওসান (OriginOS Ocean) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে।