Realme 9i আজ প্রথমবার সেলে দুর্দান্ত অফারে কেনার সুযোগ, দাম ও ফিচার জেনে নিন

Realme 8i এর উত্তরসূরী হিসেবে গত ১৮ই জানুয়ারি ভারতের বাজারে পা রেখেছিল Realme 9i। প্রতিশ্রুতিমতো, আগামীকাল অর্থাৎ ২৫ই জানুয়ারি রাত ১২টা বাজালেই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। নবাগত এই ডিভাইসকে Flipkart এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (Realme.com) মাধ্যমে কেনা যাবে। আর সেল অফার হিসাবে এই স্মার্টফোনের সাথে নানাবিধ ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। যার দরুন Realme -এর এই লেটেস্ট হ্যান্ডসেটকে প্রতিমাসে ৬০০ টাকারও কম ইএমআই প্রদান করে বাড়ি নিয়ে আসা যাবে। সর্বোপরি, প্রায় ১০,০০০ টাকা মূল্যের Google Pixel Buds A-series ইয়ারবাডকে অতিশয় কম দামে খরিদ করা যাবে এই হ্যান্ডসেটের সাথে। ফিচার হিসাবে, এই নতুন ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে।

রিয়েলমি ৯আই দাম ও সেল অফার (Realme 9i Price and sale offer)

রিয়েলমি ৯আই ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। অফারের কথা বললে, ফোনটির খরিদ্দারীর ক্ষেত্রে Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া কিস্তিতে পেমেন্ট করতে চাইলে ইএমআই অপশন উপলব্ধ। এক্ষেত্রে, ৪ জিবি র‌্যাম যুক্ত বেস মডেলকে মাসিক ৪৮৬ টাকার ইএমআই প্রদান করে কিনে নেওয়া যাবে। আর, ৬ জিবি র‌্যামের সাথে আসা টপ ভ্যারিয়েন্টের জন্য প্রতি মাসে ৫৫৫ টাকার ইএমআই দিতে হবে। উল্লেখ্য, রিয়েলমির এই স্মার্টফোন কিনলে, সাথে ৯,৯৯৯ টাকা দামের Google Pixel Buds A-series অডিও গ্যাজেটকে মাত্র ৬,৯৯৯ টাকায় পকেটস্থ করে নিতে পারবেন আপনারা।

রিয়েলমি ৯আই ফোনকে প্রিজম ব্ল্যাক ও প্রিজল ব্লু কালার বিকল্পের মধ্যে বেছে নেওয়া যাবে। আগ্রহীদের জানিয়ে দিই, Flipkart এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com) -এর মাধ্যমে আজ রাত ১২টার থেকে ফোনটি কেনা যাবে।

রিয়েলমি ৯আই স্পেসিফিকেশন (Realme 9i Specifications)

অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে চালিত রিয়েলমি ৯আই ফোনে ড্রাগন ট্রেইল প্রো গ্লাস সহ একটি ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০ x ২৪১২ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.১:৯ এসপেক্ট রেশিও এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। তবে, সাথে ৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও পাওয়া যাবে। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Realme 9i ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আবার, সেলফি ও ডিভিও কলিংয়ের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল SONY IMX471 ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

তদুপরি, কানেক্টিভিটির জন্য Realme 9i ফোনে, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ডুয়েল সিম স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আবার সিকিউরিটির ফিচার হিসাবে এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুযায়ী, ফোনটি ৭০ মিনিটে ফুল চার্জ হবে এবং ৪৮ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে। ফোনটির ওজন ১৯০ গ্রাম।