Acer Nitro 5 2022 গেমিং ল্যাপটপ 12th Gen Intel i7 প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

আজ (৩১ মার্চ) ভারতের বাজারে এসার লঞ্চ করলো তাদের নতুন Acer Nitro 5 (2022) গেমিং ল্যাপটপটি। এটি ১২ তম প্রজন্মের Intel Core i5 ও Core i7 প্রসেসর এবং Nvidia GeForce RTX 30 সিরিজের জিপিইউ (GPU) সহ বাজারে আত্মপ্রকাশ করেছে। গত জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২ (CES 2022)- এর মঞ্চে সংস্থা AN515-18 মডেল নম্বর সহ এই গেমিং ল্যাপটপটি উন্মোচন করে। এটি ১৪৪ হার্টজ ডিসপ্লে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং আরজিবি (RGB)-ব্যাকলিট কীবোর্ডের মতো ফিচারগুলির সাথে বাজারে এসেছে৷ Acer Nitro 5 (2022)-এ থার্মাল ম্যানেজমেন্টের জন্য ডুয়েল-ফ্যান কুলিং সিস্টেম এবং কোয়াড-এক্সস্ট পোর্ট ডিজাইন রয়েছে। নতুন গেমিং ল্যাপটপে সিপিইউ এবং জিপিইউ ওভারক্লকিং এনেবল করতে সফ্টওয়্যার সলিউশন প্রিইনস্টল করা রয়েছে।

ভারতে এসার নাইট্রো ৫ (২০২২)-এর দাম ও লভ্যতা (Acer Nitro 5 2022 Price in India and Availability)

ভারতে এসার নাইট্রো ৫ (২০২২)-এর ৮ জিবি র‍্যাম ও ইন্টেল কোর আই৫-১২৫০০এইচ সহ বেস ভ্যারিয়েন্টটির মূল্য ৮৪,৯৯৯ টাকা। আবার এই ল্যাপটপটির ১৬ জিবি র‍্যাম এবং ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর সহ টপ-এন্ড মডেলটির দাম রাখা হয়েছে ১,০৯,৯৯৯ টাকা। উপলব্ধতার কথা বললে, এসার নাইট্রো ৫ (২০২২) এসার এক্সক্লুসিভ স্টোর (Acer Exclusive Stores), অ্যামাজন (Amazon), ক্রোমা (Croma) এবং বিজয় সেলস (Vijay Sales)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এই নয়া গেমিং ল্যাপটপটির উভয় মডেলকেই এসার ইন্ডিয়া (Acer India) ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়া, এসার নিশ্চিত করেছে যে, তারা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ এসার নাইট্রো ৫ (২০২২)-এর একটি কোয়াড-এইচডি সংস্করণও বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যা এপ্রিল মাসের শেষে বাজারে উপলব্ধ হবে৷ কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২ (CES 2022)-এর মঞ্চে গ্লোবাল মার্কেটের জন্য এসার নাইট্রো ৫ (২০২২) ল্যাপটপটি লঞ্চ হয়, যার প্রারম্ভিক মূল্য ছিল ১,৫৪৯ ইউরো (প্রায় ১,৩০,৯০০ টাকা)।

এসার নাইট্রো ৫ (২০২২)-এর স্পেসিফিকেশন (Acer Nitro 5 2022 Specifications)

এসার নাইট্রো ৫ (২০২২)-এ ১৫.৬ ইঞ্চির ফুল-এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) কমফিভিউ এলইডি-ব্যাকলিট টিএফটি আইপিএস ডিসপ্লে রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেটিতে ১৭০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলও রয়েছে। এই এসার ল্যাপটপের ভ্যারিয়েন্ট দুটি ১২ তম-প্রজন্মের ইন্টেল কোর আই৫-১২৫০০এইচ বা ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত ডুয়েল-চ্যানেল ডিডিআর ৪ র‍্যাম এবং ৫১২ জিবি এম.২ পিসিআইই এসএসডি এসএসডি স্ট্যান্ডার্ড স্টোরেজ এবং তার সাথে ১ টেরাবাইট ২.৫ ইঞ্চি এইচডিডি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও এতে ৪জিবি ডিডিআর৬ ভির‍্যাম (DDR6 VRAM) সহ এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স ৩০৫০ (Nvidia GeForce RTX 3050) গ্রাফিক্সও রয়েছে৷ এই এসার গেমিং ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম (Windows 11 Home)-এ চলে।

এছাড়া, Acer Nitro 5 (2022) একটি ফোর-জোন আরজিবি কীবোর্ড বহন করে, যাতে একটি ডেডিকেটেড নাইট্রোসেন্স (NitroSense) কী অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে গেমিংয়ের অভিজ্ঞতাকে আরো সহজ করে তোলার জন্য কীবোর্ডটি ডব্লিউএএসডি (WASD) এবং অ্যারো কীগুলিকেও হাইলাইট করে৷

অডিওর জন্য, Acer Nitro 5 (2022)-এ এসার ডিটিএস: এক্স আল্ট্রা (Acer DTS:X Ultra) দ্বারা চালিত ডুয়েল ২ ওয়াট স্পিকার মিলবে। এই ল্যাপটপে ওয়্যার্ড কানেক্টিভিটির জন্য কিলার ইথারনেট ই২৬০০ (Killer Ethernet E2600) এবং ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেসের জন্য কিলার ওয়াই-ফাই এএক্স১৬৫০আই (Killer Wi-Fi 6 AX1650i) দেওয়া হয়েছে। এছাড়াও, এতে এইচডিএমআই ২.১ এবং থান্ডারবোল্ট ৪ পোর্ট রয়েছে৷ Nitro 5 (2022) ব্লুটুথ ভি৫.১ অফার করে।

কানেক্টিভিটি অপশনগুলির পাশাপাশি, Acer Nitro 5 (2022) একটি মাল্টি-জেসচার টাচপ্যাডের সাথে এসেছে, যা দুই-আঙ্গুলের স্ক্রোল এবং পিঞ্চের মতো জেসচারগুলি সাপোর্ট করে। ডিভাইসটিতে একটি ৭২০পি এইচডি ওয়েবক্যাম রয়েছে, যা একটি টেম্পোরাল নয়েজ রিডাকশন ফিচার এবং ডুয়েল মাইক্রোফোন সহ উপলব্ধ । সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Acer Nitro 5 (2022)-এ একটি চার সেলের ৫৭.৫ ওয়াটআওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও, ল্যাপটপটির পরিমাপ ৩৬০.৪ x২৭১.০৯x২৫.৯/২৬.৯ মিলিমিটার এবং ওজন ২.৫ কেজি।