Categories: Mobiles

Oppo Reno 10 Pro vs OnePlus Nord 3: ওপ্পো নাকি ওয়ানপ্লাসের নতুন ফোন আপনার কেনা উচিত

গতকাল অর্থাৎ ১০ই জুলাই ভারতের বাজারে পা রেখেছিল Oppo Reno 10 সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট তিনটি প্রিমিয়াম মডেল আত্মপ্রকাশ করে, যথা – Oppo Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G। যার মধ্যে Reno 10 Pro ফোনকে হাই-মিড রেঞ্জের অধীনে লঞ্চ করা হয়েছে। আর ফিচার হিসাবে এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল Sony IMX890 মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়া যাবে। একই সাথে, ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও সমর্থন করে। দেখতে গেলে দাম ও ফিচার উভয় বিভাগেই এই নয়া 5G হ্যান্ডসেটকে কড়া টক্কর দিতে চলেছে মাত্র ৬ দিন আগেই (৫ই জুলাই) এদেশে লঞ্চ হওয়া OnePlus Nord 3 5G স্মার্টফোনটি। ফলে আপনি যদি এই দুটি ‘লেটেস্ট লঞ্চ’ হ্যান্ডসেটের মধ্যে একটিকে কিনতে ইচ্ছুক থাকেন, কিন্তু কোনটি খরিদ করবেন তা বুঝে উঠতে না পারেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা Oppo Reno 10 Pro এবং OnePlus Nord 3 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনের পার্থক্য জানাবো।

Oppo Reno 10 Pro Vs OnePlus Nord 3 : দাম

ভারতের বাজারে ওপ্পো রেনো ১০ প্রো ৫জি স্মার্টফোনকে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। যার দাম থাকছে ৩৯,৯৯৯ টাকা। এটি – সিলভার গ্রে এবং গ্লসি পার্পল কালার অপশনে উপলব্ধ।

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনকে মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ৩৩,৯৯৯ টাকা এবং উচ্চতর ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশন কেনা যাবে ৩৭,৯৯৯ টাকার বিনিময়ে। এটিকে – টেম্পেস্ট গ্রে এবং মিস্টি গ্রিন কালার বিকল্পে পাওয়া যাবে।

Oppo Reno 10 Pro Vs OnePlus Nord 3 : ডিসপ্লে

ওপ্পো রেনো ১০ প্রো ৫জি ফোনে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড OLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন হোল-পাঞ্চ স্টাইলের এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনে ৬.৭৩-ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার, এইচডিআর১০+ ও ১,৪৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Oppo Reno 10 Pro Vs OnePlus Nord 3 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Reno 10 Pro স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি মেমরি পাওয়া যাবে।

মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য OnePlus Nord 3 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর আছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) কাস্টম স্কিনে রান করে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ মিলবে।

Oppo Reno 10 Pro Vs OnePlus Nord 3 : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ওপ্পো রেনো ১০ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৩২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। আর ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পিছনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সমর্থ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Oppo Reno 10 Pro Vs OnePlus Nord 3 : ব্যাটারি, চার্জিং টেকনোলজি

ওপ্পো রেনো ১০ প্রো স্মার্টফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে।

ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago