National Cyber registry: দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের, তৈরি হচ্ছে ন্যাশনাল সাইবার রেজিস্ট্রি

জাতীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ৩রা আগস্ট (২০২২) সরকার একটি জাতীয় ম্যালওয়্যার সংগ্রহ-ভান্ডার বা National Malware Repository লঞ্চে উদ্যোগী হয়েছে, যেখানে ৯০ মিলিয়ন বা ৯ কোটির বেশি ম্যালওয়্যার স্যাম্পল গৃহীত হয়েছে। এই সংগ্রহ-ভান্ডার অত্যাধুনিক সাইবার সিকিউরিটি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মূলত রেফারেন্স ডেটাবেস হিসেবে কাজ করবে। এছাড়াও জাতীয় সাইবার সুরক্ষা মজবুত করতে সরকার আরো কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে বলে সামনে এসেছে।

‘ন্যাশনাল সাইবার রেজিস্ট্রি’ তৈরির চেষ্টায় ব্যস্ত সরকার

যেমন জাতীয় সাইবার সুরক্ষা সমন্বয়কারী রাজেশ পন্থের কথাই ধরা যাক। সদ্য তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে, এই মুহূর্তে সরকার একটি জাতীয় সাইবার রেজিস্ট্রি (National Cyber Registry) তৈরির চেষ্টা চালাচ্ছে। এর দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত সাইবার সুরক্ষাবিদ ও কার্যনির্বাহীদের ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়া এই রেজিস্ট্রি সাইবার সুরক্ষামূলক একাধিক টুল (Tools) এবং প্রোডাক্টের উপস্থিতিপূর্ণ হবে বলে রাজেশ পন্থ দাবি করেছেন।

সুতরাং এটা স্পষ্ট যে ন্যাশনাল ম্যালওয়্যার রিপোজিটরি ও জাতীয় সাইবার রেজিস্ট্রি – উভয়ই সরকারি সাইবার সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এক্ষেত্রে তারা আলোচ্য কাজে সক্রিয় শীর্ষ প্রতিষ্ঠান – Computer Emergency Response Team (Cert-In) -এর সহযোগিতা পাবে।

উল্লেখ্য, সাইবার নিরাপত্তাভঙ্গের রিপোর্টিং বা বিবরণ পেশের ক্ষেত্রে Cert-In গত ২৮শে এপ্রিল একটি নির্দেশিকা জারি করে। সাইবার সুরক্ষাভঙ্গের বিবরণ দায়ের যাতে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয় সেই উদ্দেশ্যেই উক্ত নির্দেশিকা জারি করা হয়।

উপরোক্ত নির্দেশিকায় সিইআরটি’র তরফ থেকে সমস্ত কোম্পানি, মধ্যস্থতাকারী এবং ডেটা সেন্টারগুলিকে যে কোনও তথ্য চুরি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার ছয় ঘন্টার মধ্যে সেই সংক্রান্ত বিবরণ সরকারের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। এছাড়া VPN (বা Virtual Private Network) পরিষেবা প্রদানকারীদের প্রতি নির্দেশিকায় বলা হয় যাতে প্রয়োজন অনুযায়ী গ্রাহক সম্পর্কিত গুরুত্বপূর্ণ ডেটা সরকারের হাতে তুলে দিতে তারা দ্বিধা না করেন।