প্রি-বুকিংয়ে রেকর্ড, বাজারে সুপারহিট Oppo Reno 11 সিরিজ, দুর্ধর্ষ ফিচার্সেই এল সাফল্য

Oppo Reno 11 সিরিজের অধীনে Reno 11 এবং Reno 11 Pro-এর লঞ্চ খুব বেশিদিন হয়নি। বাজারে আসতে না আসতেই এই ফোনগুলি ক্রেতাদের কাছ থেকে অত্যন্ত…

Oppo Reno 11 সিরিজের অধীনে Reno 11 এবং Reno 11 Pro-এর লঞ্চ খুব বেশিদিন হয়নি। বাজারে আসতে না আসতেই এই ফোনগুলি ক্রেতাদের কাছ থেকে অত্যন্ত প্রশংসা লাভ করেছে। জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই বিক্রির ওপরও প্রভাব ফেলেছে। এমনকি, পূর্বসূরি Reno 10-এর তুলনায় স্ট্যান্ডার্ড Oppo Reno 11 মডেলটির প্রি-অর্ডার আগের বছরের তুলনায় ২৮০% বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ওপ্পো রেনো ১১-এর মুনলাইট জেম কালার অপশন ওপ্পোর “বেস্ট-সেলিং হোয়াইট মোবাইল ফোন”- এর শিরোপা লাভ করেছে।

Oppo Reno 11 প্রি-অর্ডারে স্পর্শ করলো নতুন মাইলফলক

স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১ মডেলটির প্রি-অর্ডারের অঙ্ক আগের বছরের তুলনায় ২৮০% বৃদ্ধি পেয়েছে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-তে জানিয়েছেন যে, রেনো ১১ সিরিজের সব ইউনিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। মুনলাইট জেম মডেলের চাহিদা এতটাই বেশি যে, রিটেইলাররা আরও স্টক পাঠানোর জন্য কোম্পানির কাছে অনুরোধ করছে।

Oppo Reno 11 সিরিজের স্পেসিফিকেশন

সিরিজের টপ-এন্ড মডেল, ওপ্পো রেনো ১১ প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে সহ এসেছে। এতে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে৷ ফোনটির পিছনে অবস্থিত ট্রিপল-ক্যামেরা সিস্টেমটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Reno 11-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ৯৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে৷ Reno 11-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, উভয় মডেলই বড় ব্যাটারি দ্বারা চালিত হয় – Reno 11 Pro-এ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং Reno 11-এ সামান্য বড় ৪,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ দুই মডেলই ফাস্ট চার্জিং সাপোর্ট করে, Reno 11 Pro ৮০ ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং সহ এসেছে, আর Reno 11-এ ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট রয়েছে।

উল্লেখ্য, Oppo Reno 11 সিরিজটি বর্তমানে চীনে কেনার জন্য উপলব্ধ। স্ট্যান্ডার্ড Oppo Reno 11-এর প্রারম্ভিক মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭০০ টাকা)। আর Oppo Reno 11 Pro মডেলটির দাম শুরু হচ্ছে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৫৮০ টাকা) থেকে। সিরিজটি আগামী মাসে বিশ্বের অন্যান্য বাজারেও প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।