নববর্ষের উপহার! Oppo Reno 11 সিরিজ এই তারিখে ভারতে লঞ্চ হতে চলেছে

Published on:

Oppo Reno 11 Series Launch Date

চীনের বাজারে উন্মোচনের পর, ওপ্পো (Oppo) বর্তমানে গ্লোবাল মার্কেটে তাদের Reno 11 সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro বাজারে পা রাখবে। ব্র্যান্ডটি সম্প্রতি মালয়েশিয়ার মার্কেটের জন্য আসন্ন হ্যান্ডসেটগুলির প্রি-বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করেছে। আর এখন, এক টিপস্টার Reno 11 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সহ ভারত এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের তারিখ ফাঁস করেছেন।

Oppo Reno 11 সিরিজের গ্লোবাল ও ইন্ডিয়া লঞ্চের তারিখ ফাঁস

টিপস্টার ঈশান আগরওয়ালের দাবিচ ওপ্পো রেনো ১১ সিরিজটি আগামী ১১ জানুয়ারি ভারতে এবং বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে৷ তবে, স্ট্যান্ডার্ড রেনো ১১ বিশ্ববাজারে গ্রাহকদের কিছুটা হতাশ করতে পারে, কারণ এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট থাকবে বলে জানা গেছে। যেখানে চীনা ভ্যারিয়েন্টে আরও উন্নত ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর রয়েছে, যা সিপিইউ এবং জিপিইউ উভয় ক্ষেত্রেই ডাইমেনসিটি ১০৮০-এর থেকে এগিয়ে। ওপ্পো রেনো ১১ ফোনটির ক্যামেরার বাম্পও আলাদা হবে এবং ফাস্ট চার্জিং স্পিড হবে ৬৭ ওয়াট। ফলে চীনে রেনো ১১-এর তুলনায় গ্লোবাল ভ্যারিয়েন্ট ডাউনগ্রেড হওয়ার দিকে নির্দেশ করে।

আগরওয়াল আরও উল্লেখ করেছেন যে ওপ্পো রেনো ১১ প্রো-তে ডাইমেনসিটি ৮২০০ অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকতে পারে এবং উভয়ই দ্রুত ৮০ ওয়াট চার্জিং সহ আসবে। দুই ফোনেই ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। চলুন চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১১ সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 11/ Reno 11 Pro: স্পেসিফিকেশন (চীন)

Oppo Reno 11 Pro-এ ২,৭৭২ x ১,২৪০ পিক্সেল রেজোলিউশন, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এটি এইচডিআর১০+ সাপোর্ট, ১০-বিট কালার ডেপ্থ এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অবস্থান করছে৷ আর সামনের দিকের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, Oppo Reno 11-এ ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপ্থ, এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। ফোনটি MediaTek Dimensity 8200 দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। Reno 11-ও অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে চলে। এতে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x জুম সহ ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর বিদ্যমান৷ নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৬৭ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে৷

সঙ্গে থাকুন ➥