Oppo Reno 11A Launched In Japan With 64 Megapixel Camera 5000mah Battery Price Specifications

64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo Reno 11A স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ডিসপ্লে ও বড় ব্যাটারি

জাপানের বাজারে লঞ্চ হল Oppo Reno 11A। এই স্মার্টফোন মিড-রেঞ্জের অধীনে এসেছে। ফিচার হিসাবে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED টাচস্ক্রিন, মিডিয়াটেকের প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ৬৭ ওয়াট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। চলুন নয়া Oppo Reno 11A ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 11A ফোনের স্পেসিফিকেশন

Oppo Reno 11A ফোনে আছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। আবার সিকিউরিটি ফিচার হিসাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo Reno 11A স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। সেই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টভিটি বিকল্প হিসাবে – ওয়াইফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 11A ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি IP65-রেটেড চ্যাসিস সহ এসেছে। হ্যান্ডসেটটির পরিমাপ ১৬২x৭৫x৭.৬ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।

Oppo Reno 11A ফোনের দাম

Oppo Reno 11A ফোন ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। যার দাম ৪৮,৮০০ ইয়েন (ভারতীয় মূল্যে প্রায় ২৫,৬০০ টাকা)। এই ফোন জাপানে আগামী ২৭শে জুন থেকে বিক্রি হবে। এটি – কোরাল পার্পেল এবং ডার্ক গ্রীন কালারে লঞ্চ হয়েছে।

জানিয়ে রাখি, এই একই স্মার্টফোন অন্যান্য আঞ্চলিক বাজারে Oppo Reno 11F নামে উপলব্ধ। আবার ভারতে ডিভাইসটি Oppo F25 Pro নামের সাথে গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছে।