Oppo ও Realme নতুন স্মার্টফোন আনছে বাজারে, একনজরে সমস্ত স্পেসিফিকেশন

Oppo Reno 11 সিরিজের অধীনে ইতিমধ্যেই বাজারে এসেছে স্ট্যান্ডার্ড Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। আবার এই লাইনআপের তৃতীয় মডেল হিসাবে একটি নতুন…

Oppo Reno 11 সিরিজের অধীনে ইতিমধ্যেই বাজারে এসেছে স্ট্যান্ডার্ড Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro। আবার এই লাইনআপের তৃতীয় মডেল হিসাবে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে সংস্থা। Reno 11F 5G নামে সেই ফোনটি ইন্দোনেশিয়াতে প্রথম পা রাখতে চলেছে। সে দেশে ওপ্পোর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা টিজারেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।

আর এখন ফোনটি টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহীতে Oppo 11F 5G-এর লঞ্চ নিশ্চিত করেছে। ওপ্পোর পাশাপাশি আরেক চীনা ব্র্যান্ড, রিয়েলমিও খুব শীঘ্রই সে দেশে একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। কেননা, সদ্য ফিলিপাইনে লঞ্চ হওয়া Realme Note 50 ফোনটিও এখন একই সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে।

Oppo Reno 11F 5G-কে দেখা গেল TDRA-এর ডেটাবেসে

টিডিআরএ ডেটাবেসের লিস্টিংটি ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোনটি সম্পর্কে কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে, এটি সংযুক্ত আরব আমিরশাহীর মার্কেটে লঞ্চ নিশ্চিত করেছে। ওপ্পো রেনো ১১এফ ৫জি-এর ল্যান্ডিং পেজটি আজ কোম্পানির ইন্দোনেশিয়া শাখার ওয়েবসাইটে লাইভ হয়েছে। স্মার্টফোনটি গ্রীন, পিঙ্ক এবং ব্লু কালার অপশনে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Oppo Reno 11F 5G ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে বলে মনে করা হচ্ছে। এটি MediaTek Dimensity 7050 চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 11F 5G-এর রিয়ার ক্যামেরা মডিউলটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। ফোনটিতে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইপি৬৭ (IP67)-রেটেড চ্যাসিস থাকবে। Oppo Reno 11F 5G ভারতে Oppo F25 নামে লঞ্চ হতে পারে।

Realme Note 50 পেল TDRA-এর অনুমোদন

রিয়েলমির প্রথম Note সিরিজের স্মার্টফোন হিসাবে Relame Note 50 ইতিমধ্যেই ফিলিপাইনে লঞ্চ হয়েছে। আর এখন এটি টিডিআরএ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, ফলে স্মার্টফোনটি সংযুক্ত আরব আমিরশাহীর বাজারে শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়। আনুষ্ঠানিকভাবে ললঞ্চ হওয়ার ফলে ফোনটির কোনও স্পেসিফিকেশনই আর অজানা নেই।

এন্ট্রি-লেভেল Realme Note 50 ফোনটি এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ এটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ Unisoc T612 চিপসেট দ্বারা চালিত হবে। Realme Note 50 অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনের ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই টি (Realme UI T) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Realme Note 50-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি মনোক্রোম সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ সমন্বিত রিয়ার সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Note 50-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই স্লিম এবং হালকা ডিভাইসটি আইপি৫৪ (IP54)-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে।

ফোনটির সিকিউরিটি অপশনগুলির মধ্যে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক অন্তর্ভুক্ত রয়েছে। ফিলিপাইনের মার্কেটে ফোনটির দাম মাত্র ৩,৫৯৯ পেসো (প্রায় ৫,৩২৫ টাকা)। Realme Note 50 মিডনাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ৷