Categories: Mobiles

ক্যামেরা থেকে ব্যাটারি-চার্জিং, ফাঁস Oppo Reno 12 Pro ফোনের প্রচুর অজানা তথ্য

Oppo Reno 12 সিরিজটি শীঘ্রই চীনা বাজারে আসতে চলেছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে লাইনআপটি চলতি মাসের শেষের দিকে হোম মার্কেটে লঞ্চ হতে পারে। এছাড়াও, চীনা ব্র্যান্ডটি Oppo Reno 12 লাইনআপকে গ্লোবাল মার্কেটে আনার জন্যও প্রস্তুত হচ্ছে বলে শোনা যাচ্ছে। আর এখন Oppo Reno 12 Pro মডেলটি ইন্দোনেশিয়া, ভারত এবং সিঙ্গাপুরের মতো দেশের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদন পেয়েছে। আসুন এই সার্টিফিকেশনগুলি হ্যান্ডসেটটির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Oppo Reno 12 Pro 5G পেল একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন

ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে CPH2629 মডেল নম্বর সহ একটি আসন্ন ওপ্পো ডিভাইসকে দেখা গেছে। এই লিস্টিংটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ওপ্পো রেনো ১২ প্রো ৫জি নামে ইন্দোনেশিয়ার বাজারে আত্মপ্রকাশ করবে। ভারতের বিআইএস (BIS), সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) এবং ইউরোপের ইইসি (EEC) প্ল্যাটফর্মেও একই ডিভাইসকে দেখা গেছে। ইইসি সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, ওপ্পো রেনো ১২ প্রো ৫জি অন্যান্য সংযোগ বৈশিষ্ট্যগুলির মধ্যে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট করবে।

এছাড়াও, ওপ্পো রেনো ১২ প্রো ৫জি টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) দ্বারা অনুমোদিত হয়েছে, এর ব্যাটারির আকার এবং চার্জিং স্পিড প্রকাশ করেছে। সার্টিফিকেশন অনুযায়ী, ডিভাইসটি ৪,৮৮০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি থাকবে এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওপ্পো রেনো ১২ প্রো ৫জি ফোনের ব্যাটারির সাধারণ আকার ৫,০০০ এমএএইচ হতে পারে।

Oppo Reno 12 Pro ফোনটি ক্যামেরা এফভি-৫ (Camera FV-5)-এর ডেটাবেসেও তালিকাভুক্ত হয়েছে। এটি প্রকাশ করেছে যে ডিভাইসটিতে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, আর এর পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। ওপ্পো রেনো ১২ প্রো ফোনের চীনা মডেলটিই বিশ্ববাজারে আসবে কিনা, সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 12 Pro মডেলের চীনা ভ্যারিয়েন্টে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড ওলেড (OLED) প্যানেল থাকবে। এটি MediaTek Dimensity 9200 Plus Star Speed Edition চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং এআইপি৬৫ (IP65) রেটিং সহ আসতে পারে৷ ফটোগ্রাফির জন্য, Oppo Reno 12 Pro ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। আর ফোনটির সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago