Categories: Mobiles

হইচই ফেলে প্রকাশ Oppo Reno 12 সিরিজের ডিজাইন, থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা

ওপ্পো ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আসন্ন Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি আগামী ২৩ মে চীনা বাজারে উন্মোচন করা হবে। লাইনআপটি একটি স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্টের সমন্বয়ে গঠিত হবে বলে জানা গেছে। এগুলি গত নভেম্বরে আত্মপ্রকাশ Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro ফোনের উত্তরসূরি হিসাবে আসতে চলেছে। আর এখন লঞ্চের আগে, ওপ্পোর তরফে আসন্ন Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro মডেলগুলির ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করা হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক৷

প্রকাশ করা হল Oppo Reno 12 সিরিজের ডিজাইন

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে ওপ্পো আসন্ন রেনো ১২ সিরিজের জন্য টিজার শেয়ার করেছে। স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১২ ফোনটিকে সিলভার কালার অপশনে টিজ করা হয়েছে, যেখানে টপ-এন্ড ওপ্পো রেনো ১২ প্রো মডেলটিকে একটি ভায়োলেট কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে, প্রো মোডেলের পিছনের প্যানেলের নীচে দিকে হালকা শেড আছে বলে মনে হচ্ছে। দুটি ফোনেই তরঙ্গের মতো প্যাটার্ন ডিজাইন লক্ষ্য করা যায়। আসন্ন এই ডিভাইসগুলিতে বৃত্তাকার কোণগুলি এবং উপরের বাম কোণে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে৷ এটিতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ওপ্পো রেনো ১২ সিরিজের দুই মডলেরই ডানদিকে অবস্থান করবে। মনে করা হচ্ছে যে নিরাপত্তার জন্য উভয় ডিভাইসই ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। ওপ্পো রেনো ১২ সিরিজ সম্পর্কে বাকি বিবরণ আপাতত অজানাই রয়েছে। তবে আশা করা যায় যে ব্র্যান্ডটি আগামী সপ্তাহে আয়োজিত লঞ্চ ইভেন্টের আগে ওপ্পো রেনো ১২ লাইনআপ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ্যে আনবে।

সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে, Oppo Reno 12 সিরিজে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। Oppo Reno 12 Pro ফোনটি MediaTek Dimensity 9200 Star Speed Edition দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলটি MediaTek Dimensity 8250 প্রসেসরের সাথে আসতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, উভয় ফোনেই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago